হিন্দু ধর্মে গণেশ অন্যতম দেবতা। সিদ্ধিদাতার আশীর্বাদ পেলে জীবন বদলে যায়। জ্যোতিষ মতে, গণেশের প্রিয় ৩ রাশির জাতকরা। গণেশের কৃপায় সুখ লাভ হয় এই ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
মকর রাশি (Capricorn):
গণেশের পছন্দের রাশি হল মকর। এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে সবসময় সাফল্য পান। কেরিয়ারে উন্নতি হয়।
ব্যবসায় বিরাট লাভ করে থাকেন এই রাশির জাতকরা।
মেষ রাশি (Aries):
গণেশের কৃপা লাভবান হন মেষ রাশির জাতকরা। এই রাশির জাতকরা আর্থিক দিক থেকে বিশেষ লাভ করে থাকেন। সব বাধা কেটে যায়। আজীবন সুখে কাটে। সৌভাগ্যবান হন এই রাশির জাতকরা।
মিথুন রাশি (Gemini):
গণেশের আশীরবাদ পান মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বিশাল উন্নতি হয়। চাকরিতে সাফল্যের যোগ থাকে। সুখ-সম্পদ লাভ হয়।
অন্য দিকে, আগামী ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। কপাল খুলবে মেষ, কর্কট ও মীন রাশির জাতকদের। আগামী ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই পবিত্র। এর পরের দিন ২৭ ফেব্রুয়ারি মীনে প্রবেশ করবে বুধ। ওই দিন অস্ত যাবে শনি। যার ফলে ভাগ্য বদলাবে কুম্ভ, মিথুন ও বৃষ রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী ১১ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ। তারপরে ২৭ ফেব্রুয়ারি মীন রাশিতে প্রবেশ করবে। বুধের এই জোড়া রাশি পরিবর্তনে কপাল খুলবে মেষ, বৃষ ও মিথুন রাশির জাতকদের।