Advertisement

Grah Gochar February 2026: ফেব্রুয়ারিতে বাম্পার লাভ হবে ৩ রাশির, একাধিক গ্রহের গোচরে উন্নতি নিশ্চিত

ফেব্রুয়ারি শুরু হতে আর কিছু দিন বাকি। আর সামনের মাসে কিছু বড় গ্রহ গোচর করবে। যার ফলে তৈরি হবে একাধিক রাজযোগ। জ্যোতিষ মতে, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে, ৬ ফেব্রুয়ারি শুক্রও কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি সূর্য এবং ২৩ ফেব্রুয়ারি মঙ্গলও কুম্ভ রাশিতে চলে যাবে। আর এই চার গ্রহ কুম্ভ রাশিতে যাওয়ার ফলে ফেব্রুয়ারিতে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। আবার ও দিকে ফেব্রুয়ারিতেই লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, আদিত্য মঙ্গল যোগ এবং বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। যার ফলে একাধিক রাশির হবে লাভ।

গ্রহ গোচর ২০২৬গ্রহ গোচর ২০২৬
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Jan 2026,
  • अपडेटेड 8:51 AM IST
  • সামনের মাসে কিছু বড় গ্রহ গোচর করবে
  • ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে
  • যার ফলে একাধিক রাশির হবে লাভ

ফেব্রুয়ারি শুরু হতে আর কিছু দিন বাকি। আর সামনের মাসে কিছু বড় গ্রহ গোচর করবে। যার ফলে তৈরি হবে একাধিক রাজযোগ। জ্যোতিষ মতে, ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি বুধ কুম্ভ রাশিতে, ৬ ফেব্রুয়ারি শুক্রও কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এছাড়া ১৩ ফেব্রুয়ারি সূর্য এবং ২৩ ফেব্রুয়ারি মঙ্গলও কুম্ভ রাশিতে চলে যাবে। আর এই চার গ্রহ কুম্ভ রাশিতে যাওয়ার ফলে ফেব্রুয়ারিতে তৈরি হবে চতুর্গ্রহী যোগ। আবার ও দিকে ফেব্রুয়ারিতেই লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্রাদিত্য যোগ, আদিত্য মঙ্গল যোগ এবং বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। যার ফলে একাধিক রাশির হবে লাভ।

মেষ রাশি 
ফেব্রুয়ারিতে মেষ রাশির ভাল সময় শুরু। আপনার আর্থিক অবস্থা ভাল হবে। আমদানি বাড়বে। পাশাপাশি পয়সা কামানোর নতুন সুযোগ তৈরি হবে। ব্যবসা শুরু করার পরিকল্পনা থাকলে এটা দারুণ সময়। আর যাঁরা এত দিন ব্যবসার সঙ্গে জড়িত, তাঁরা এই সময় ভাল কিছু ডিল ফাইনাল করে ফেলতে পারবেন। পাশাপাশি বিনিয়োগে লাভ মিলবে।

কন্যা রাশি
ফেব্রুয়ারি মাসে কন্যা রাশির জাতকদেরও যাবে ভাল। মামলা-মোকদ্দমা থেকে রেহাই পাবেন। ব্যবসায় উন্নতি হবে নিশ্চিত। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এখন হয়ে যাবে। যাঁরা চাকরি করছেন, তাঁদের সংস্থা বদল করতে পারেন। এছাড়া এই সময় থেকেই আপনাদের ভবিষ্যৎ ভাল দিকে মোড় নেবে। হঠাৎ করেই হবে ধনপ্রাপ্তি। আপনার আর্থিক স্থিতি বদলে যাবে।

কুম্ভ রাশি
একাধিক যোগে ফেব্রুয়াতিতে দারুণ সময় কাটবে কুম্ভ রাশিরও। আপনাদের জীবনেও শুভ পরিণাম আসবে। আগের থেকে অনেক বেশি আত্মবিশ্বাস পাবেন জীবনে। মান-সম্মান বৃদ্ধির রয়েছে সম্ভাবনা। পাশাপাশি সম্পর্ক ভাল হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এই সময় হয়ে যাবে। যা যা ইচ্ছে এত দিন ধরে পালন করেছেন, সেগুলি হয়ে যাবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই। 

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement