Advertisement

Guru Aditya Rajyog 2025 Rashifal: ৭ জুলাই থেকে ভাগ্য ঘুরবে ৫ রাশির, মোটা মুনাফা

Saptahik Financial Rashifal, 7 to 13 July 2025 : মিথুন রাশিতে সূর্য ও বৃহস্পতির একত্র গোচরের প্রভাবে এই রাজযোগ বজায় থাকবে। এই সপ্তাহের শেষেই গুরু আদিত্য রাজযোগের অবসান হবে। কারণ আগামী ১৬ জুলাই মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য।

৭ জুলাই থেকে ভাগ্য ঘুরবে ৫ রাশির, মোটা মুনাফা৭ জুলাই থেকে ভাগ্য ঘুরবে ৫ রাশির, মোটা মুনাফা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Jul 2025,
  • अपडेटेड 6:39 PM IST

Guru Aditya Rajyog 2025 Rashifal: আজ ৭ জুলাই থেকে উপার্জন ও কেরিয়ারের দিক থেকে বড় সাফল্য অপেক্ষা করছে কয়েকটি রাশির জাতকদের জন্য। এই সপ্তাহে থাকছে গুরু আদিত্য রাজযোগ। মিথুন রাশিতে সূর্য ও বৃহস্পতির একত্র গোচরের প্রভাবে এই রাজযোগ বজায় থাকবে। 

গুরুগ্রহ বৃহস্পতির সঙ্গে সূর্যের যুতির এই শেষ সপ্তাহে জ্যোতিষ গণনা অনুসারে দুর্দান্ত ভাগ্য খুলবে কোনও কোনও রাশির জাতকদের। জেনে নিন ৭ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে এই সপ্তাহে কী আছে কোন রাশির ভাগ্যে। কেরিয়ারে কিছু ভালো সুযোগ আসতে পারে। আপনার পরিবারেও সুখ থাকবে এবং সম্পদ ও সম্মানের দিক থেকে বহুগুণ লাভ হবে।

মিথুন রাশি
সপ্তাহের প্রথম দিকে স্বাস্থ্য ও অর্থ নিয়ে বিপাকে পড়তে পারেন। আর্থিক প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা আছে, তাই সতর্ক থাকুন। অনিশ্চিত জায়গায় বিনিয়োগ করবেন না। প্রেমে সমস্যা বাড়তে পারে। সপ্তাহের মাঝে শেয়ার মার্কেট থেকে অর্থ লাভ হতে পারে।

সিংহ রাশি
দীর্ঘদিন ধরে আটকে থাকা সম্পত্তি বিক্রি করার সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রায় বাধা আসতে পারে। হঠকারী কাজ করায় সম্মানহানি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। অপ্রয়োজনীয় ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন।

বৃশ্চিক রাশি
এই সপ্তাহের প্রথম দিকে শ্বশুরবাড়ি অথবা পৈতৃক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। অধিক বেতনের চাকরি পেতে পারেন। চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক লাভের যোগ আছে। সপ্তাহের মাঝে নিকট আত্মীয় টাকা ধার চাইতে পারে। প্রেমের অনুভূতিকে এখনই প্রকাশ করা উচিত হবে না।

ধনু রাশি
সপ্তাহের শুরুতেই পুরনো ঋণ শোধ করে দিতে পারেন। জীবনসঙ্গীর শরীর-স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়তে পারে। নতুন ব্যবসায় সাফল্য পাবেন। সপ্তাহের মাঝে আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বিয়ের কথা এগোতে পারে। চাকরিতে অন্যত্র বদলি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও মহিলা শত্রু ক্ষতির চেষ্টা করবে।

মকর রাশি
সপ্তাহের প্রথম দিকেই কোনও বড় বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। জীবনসঙ্গীর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন। ঠান্ডা লাগার প্রবণতা বাড়তে পারে। অংশীদারি ব্যবসায় বড় বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের মাঝে সন্তানের থেকে সুখবর পেতে পারেন। প্রতিবেশীর দ্বারা ক্ষতি হতে পারে। তীর্থ ভ্রমণ হতে পারে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement