Shani Margi 2025: দীপাবলির ঠিক পরেই বড় জ্যোতিষ পরিবর্তন। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শুরুতেই দুই শক্তিশালী গ্রহ শনি ও ব্রহ্মস্পতি (গুরু) তাঁদের গতিপথ বদলাবেন। শনি দেব মীন রাশিতে মার্গী হবেন। অর্থাৎ সোজা পথে চলবেন। অন্যদিকে গুরু কর্কট রাশিতে বক্রী হবেন, অর্থাৎ উল্টো দিকে চলবেন। এই দুই পরিবর্তনের ফলে সব রাশির ওপরেই প্রভাব পড়তে চলেছে। তবে ৩ টি রাশি এই সময় সবচেয়ে বেশি শুভ ফল পাবে। এই সময়টা কর্মফল, অর্থ আর সামাজিক অবস্থানের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেকেরই আটকে থাকা কাজে গতি আসবে। অনেকে আবার বহুদিনের অপেক্ষার ফল পেতে পারেন। বিশেষত যাঁরা নতুন ব্যবসা শুরু করতে চান বা কর্মজগতে পরিবর্তনের খোঁজে রয়েছেন, তাঁদের জন্য এই সময়ে একেবারে সোনার সুযোগ আসতে পারে।
তুলা রাশি:
তুলা রাশির জাতকদের জন্য শনি ও গুরু দু’জনের এই পরিবর্তন হবে আশীর্বাদের মতো। শনি দেব ষষ্ঠ ভাবে মার্গী হওয়ায় পুরনো সমস্যা মিটে যাবে। কাজের জায়গায় সম্মান বাড়বে, আর যাঁরা আদালত বা আইনি বিষয়ে জড়িত, তাঁরা মুক্তির পথ দেখবেন। ব্যবসায়ীরা নতুন লাভের মুখ দেখতে পাবেন, পুরনো ক্ষতিও অনেকটাই পুষিয়ে যাবে। পারিবারিক দিক থেকেও শান্তি ফিরবে, মানসিক চাপ কমবে।
মিথুন রাশি:
এই সময় মিথুন রাশির জন্য আসছে অর্থলাভের যোগ। গুরু ধনস্থানে বক্রী হওয়ায় অর্থপ্রবাহ বাড়বে, আর শনি কর্মভাবে মার্গী থাকায় উন্নতির দরজা খুলে যাবে। নতুন চাকরির সুযোগ, পদোন্নতি, কিংবা নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা লেখালিখি বা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের কাজেরও স্বীকৃতি মিলবে। হঠাৎ করেই কারও কাছ থেকে টাকা ফেরত আসারও সম্ভাবনা আছে।
মকর রাশি:
মকর রাশির জন্য এই সময় সাহস আর সাফল্যের প্রতীক হতে চলেছে। শনি নিজ রাশির অধিপতি, তাই তাঁর মার্গী হওয়া মানেই আত্মবিশ্বাসে ভরপুর সময়। তৃতীয় ভাবে শনি আর সপ্তম ভাবে গুরু এই দুই প্রভাব একসঙ্গে জীবনে এনে দেবে নতুন শক্তি। দাম্পত্য জীবনে আসবে আনন্দ, সম্পর্ক হবে মজবুত। অবিবাহিতদের বিয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। যাঁরা সন্তান কামনায় আছেন, তাঁদের মনোবাসনাও পূর্ণ হবে বলে মনে করছেন জ্যোতিষীরা।
সব মিলিয়ে, দীপাবলির পরের এই সময় তিন রাশির জন্য এক বিশেষ অধ্যায় খুলে দেবে। ভাগ্য, অর্থ আর সম্পর্ক সব দিক থেকেই এই সময়টি হবে আলোকিত ও আশীর্বাদপূর্ণ।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।