Advertisement

Guru Chandra Yuti: সন্ধ্যায় বৃহস্পতি ও চন্দ্রের মহাযোগ, ৫৪ ঘণ্টায় বদলে যাবে ৩ রাশির জীবন

গুরু চন্দ্র যূতি: মিথুন রাশিতে গজকেশরী যোগ তৈরি হতে চলেছে, সন্ধ্যায় এই রাশিচক্রের ভাগ্য বদলে যাবে!

জ্যোতিষ মতে, একাধিক রাশির জীবনে এই যোগের প্রভাব পড়বে। ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা।জ্যোতিষ মতে, একাধিক রাশির জীবনে এই যোগের প্রভাব পড়বে। ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা।
Aajtak Bangla
  • 28 Jan 2026,
  • अपडेटेड 4:38 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও চন্দ্রের যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
  • বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ ও বিস্তারের প্রতীক।
  • অন্যদিকে চন্দ্র মন, অনুভূতি ও মানসিক স্থিতির দেবতা।

Guru Chandra Yuti: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও চন্দ্রের যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কারণ, বৃহস্পতি জ্ঞান, ধর্ম, অর্থ ও বিস্তারের প্রতীক। অন্যদিকে চন্দ্র মন, অনুভূতি ও মানসিক স্থিতির দেবতা। এই দুই গ্রহের যুতির ফলে যে রাজযোগ তৈরি হয়, তাকে বলা হয় গজকেশরী যোগ। চলতি বছর সেই গজকেশরী যোগই তৈরি হতে চলেছে মিথুন রাশিতে। জ্যোতিষ মতে, একাধিক রাশির জীবনে এই যোগের প্রভাব পড়বে। ঘুরে যেতে পারে ভাগ্যের চাকা।

বর্তমানে গুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন। আগামী ২ জুন ২০২৬ পর্যন্ত সেখানেই থাকবেন। এই সময়ের মধ্যে বিভিন্ন গ্রহের সঙ্গে তাঁর যুতি ও দৃষ্টিসংযোগ হবে। এর ফলে একাধিক গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে। ২৯ জানুয়ারি ২০২৬, বুধবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতির সঙ্গে যোগ তৈরি করে গজকেশরী রাজযোগ গঠিত হবে। জ্যোতিষশাস্ত্র বলছে, এই যোগ প্রায় ৫৪ ঘণ্টা সক্রিয় থাকবে। তবে তার শুভ প্রভাব আরও বেশ কিছু দিন অনুভূত হতে পারে।

মকর, ধনু এবং কন্যা রাশির জাতকদের জীবনে এই গজকেশরী যোগের প্রভাব সবচেয়ে স্পষ্টভাবে পড়তে পারে।

মকর রাশি: মকর রাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাবে এই গুরু-চন্দ্র যুতি ঘটছে। কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে যে সমস্যা বা বাধা তৈরি হচ্ছিল, তা এই যোগের প্রভাবে কাটতে পারে। শত্রুপক্ষ দুর্বল হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, আইনি মামলা বা প্রশাসনিক জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা অফিসে সম্মান ও স্বীকৃতি পেতে পারেন। পাশাপাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাতেও কিছুটা স্বস্তি মিলতে পারে বলে ইঙ্গিত জ্যোতিষ বিশ্লেষকদের।

ধনু রাশি: ধনু রাশির জাতকদের গোচর কুণ্ডলীতে সপ্তম ভাবে এই যুতি তৈরি হচ্ছে। দাম্পত্য জীবন, সম্পর্ক ও অংশীদারিত্বের ক্ষেত্রে এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যাঁরা বিয়ের কথা ভাবছেন, তাঁদের জন্য ভাল প্রস্তাব আসতে পারে। ব্যবসায় অংশীদারিত্ব থেকে লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিন আটকে থাকা চুক্তি বা সমঝোতা সম্পন্ন হতে পারে। সামাজিক সম্মান ও পরিচিতিও বাড়তে পারে।

Advertisement

কন্যা রাশি: কন্যা রাশির দশম ভাবে গুরু-চন্দ্রের যুতি তৈরি হচ্ছে। এর ফলে কর্ম ও পেশার স্থান। এই যোগের ফলে চাকরিতে পদোন্নতি, নতুন দায়িত্ব বা চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা প্রবল। পরিশ্রমের যথাযথ ফল মিলতে পারে এবং কর্মক্ষেত্রে পরিচিতি বাড়তে পারে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement