Advertisement

Brihaspati Gochar 2025: অতিচারী অবস্থানে থাকবেন দেবগুরু! বৃহস্পতি গোচরে লাকি ৪ রাশি

দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন। বুধের অধীনস্থ মিথুন রাশিতে প্রবেশ করছেন দেবগুরু। বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মিথুনে প্রবেশের পর বৃহস্পতি অতিচারী হয়ে পড়বেন।

 বৃহস্পতি মার্গী হয়ে ভাগ্য উজ্জ্বল করবে ৪ রাশির বৃহস্পতি মার্গী হয়ে ভাগ্য উজ্জ্বল করবে ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2025,
  • अपडेटेड 7:21 PM IST
  • দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন।
  • বুধের অধীনস্থ মিথুন রাশিতে প্রবেশ করছেন দেবগুরু।
  • বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ।

দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছেন। বুধের অধীনস্থ মিথুন রাশিতে প্রবেশ করছেন দেবগুরু। বৃহস্পতির এই রাশি পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ মিথুনে প্রবেশের পর বৃহস্পতি অতিচারী হয়ে পড়বেন।

অতিচারী অবস্থা কী?

অতিচারী মানে, সাধারণ গতির তুলনায় অনেক দ্রুত চলবেন দেবগুরু। এই দ্রুতগতির কারণে বৃহস্পতির চাল-চলনে দ্রুত পরিবর্তন আসবে। বৈদিক জ্যোতিষ মতে, বৃষ্পতি সুখ-সমৃদ্ধি, বিয়ে, সন্তান, শিক্ষা ও জ্ঞানের কারক। অতিচারী অবস্থার ফলে এই ক্ষেত্রগুলিতে প্রভাব পড়বে।

১৮ অক্টোবর কর্কটে যাবেন বৃহস্পতি

১৪ মে মিথুনে প্রবেশ করবেন বৃহস্পতি। এরপর ১৮ অক্টোবর কর্কট রাশিতে যাবেন। ফের ৫ ডিসেম্বর আবার মিথুনে ফিরে আসবেন। এই অতিচারী অবস্থা চলবে ২০৩২ সাল পর্যন্ত।

কার জীবনে কী প্রভাব পড়বে?

মেষ রাশি

মেষ রাশির জন্য বৃহস্পতি তৃতীয় ঘরে প্রবেশ করবেন। ফলে আচমকাই ধর্ম, আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ভাগ্য উন্নতি হতে পারে। অর্থনৈতিক অবস্থারও উন্নতি হবে। হঠাৎ লাভের সম্ভাবনা থাকবে।

বৃষভ রাশি

বৃষভ রাশির জন্য বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকবেন। এতে অর্থ-সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। সুখ-সুবিধা বাড়বে। তবে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা বাড়তে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জন্য বৃহস্পতি লাভ ঘরে প্রবেশ করছেন। ফলে হঠাৎ করেই বড় অর্থ লাভের যোগ রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন। আয় বৃদ্ধি পাবে। সুযোগ বাড়বে।

তুলা রাশি

তুলার জন্য বৃহস্পতি নবম ঘরে থাকবেন। এতে ভাগ্য উন্নতি হবে। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। মান-সম্মান বাড়বে। পরিবারে খুশির সময় আসবে।

বিশ্বজুড়ে প্রভাব 

বৃহস্পতির অতিচারী অবস্থার ফলে বিশ্বজুড়ে প্রভাব পড়তে পারে। প্রাকৃতিক দুর্যোগ, অর্থনৈতিক মন্দা, নানা রকম পরিবর্তনের সম্ভাবনা বাড়বে।

গুরু বৃহস্পতির এই অতিচারী গোচর ২০২৫ সালের অন্যতম গুরুত্বপূর্ণ জ্যোতিষ ঘটনা। এই গোচরের প্রভাব ১২টি রাশির জীবনেই কোনও না কোনও ভাবে পড়বে। তাই আগে থেকেই সতর্ক থাকা ভাল। 

Read more!
Advertisement
Advertisement