Advertisement

Guru Margi Rashifal 2026: ২০২৬-এ গুরু মার্গী, নতুন বছরে, অর্থ-সাফল্যে ‘সোনালি সময়’ শুরু তিন রাশির

Guru Margi Rashifal 2026: বর্তমানে কর্কট রাশিতে গুরু বক্রী অবস্থায় রয়েছেন। নতুন বছরের শুরুতেও সেই গতি বজায় থাকবে। তবে মার্চ মাসে মিথুন রাশিতে প্রবেশ করে মার্গী হতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে কয়েকটি রাশির জন্য।

গুরু বক্রী ২০২৫গুরু বক্রী ২০২৫
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2025,
  • अपडेटेड 12:17 AM IST

Guru Margi Rashifal 2026: নতুন বছর শুরু হতেই জ্যোতিষ মহলে বড় বার্তা। দেবগুরু বৃহস্পতি ২০২৬ সালে দীর্ঘ সময়ের জন্য মার্গী হতে চলেছেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, ১১ মার্চ ২০২৬ থেকে গুরু মার্গী হয়ে ১২ ডিসেম্বর পর্যন্ত সোজা গতিতেই চলবেন। অর্থাৎ প্রায় ১০ মাস ধরে গুরু মার্গীর প্রভাব থাকবে রাশিচক্রে। জ্যোতিষবিদদের মতে, এই সময় তিনটি রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন। অর্থ, কর্মজীবন ও দাম্পত্যে মিলবে বিশেষ সুফল।

বর্তমানে কর্কট রাশিতে গুরু বক্রী অবস্থায় রয়েছেন। নতুন বছরের শুরুতেও সেই গতি বজায় থাকবে। তবে মার্চ মাসে মিথুন রাশিতে প্রবেশ করে মার্গী হতেই ভাগ্যের চাকা ঘুরতে শুরু করবে কয়েকটি রাশির জন্য।

মেষ রাশি
গুরু মার্গী হতেই মেষ রাশির জাতকদের জীবনে গতি আসবে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজ ফের চালু হবে। চাকরি ও ব্যবসা, দু’ক্ষেত্রেই উন্নতির যোগ প্রবল। অর্থ সংক্রান্ত পুরনো সমস্যা মিটতে পারে। আয় বাড়বে, বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও উজ্জ্বল। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কাটবে, সম্পর্ক হবে আরও মধুর। শরীর-স্বাস্থ্যের দিক থেকেও স্বস্তির সময়।

আরও পড়ুন

মিথুন রাশি
গুরু মার্গীর সরাসরি প্রভাব পড়বে মিথুন রাশিতে। ভাগ্য সহায় হবে, আয় বাড়ার জোরালো ইঙ্গিত। পুরনো কোনও বিনিয়োগ থেকে হঠাৎ লাভ হতে পারে। চাকরিজীবীদের পদোন্নতি বা দায়িত্ব বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায় লাভের মুখ দেখবেন অনেকে। অবিবাহিতদের বিয়ের যোগ তৈরি হতে পারে। সামগ্রিকভাবে মানসিক চাপ কমবে, জীবনে স্থিরতা আসবে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুলে যাবে নতুন সুযোগের দরজা। আয় বাড়ার পাশাপাশি অপ্রয়োজনীয় খরচ কমবে। ঋণ বা আর্থিক জটিলতা কাটতে পারে। কর্মক্ষেত্রে সম্মান ও দায়িত্ব দুটোই বাড়বে। ব্যবসায় সঠিক সিদ্ধান্তে লাভের সম্ভাবনা। পারিবারিক ও দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিক থেকেও উন্নতি লক্ষ্য করা যাবে।

 

Read more!
Advertisement
Advertisement