Advertisement

Guru Nakshatra Gochar 2025: রাত পোহালেই নক্ষত্র বদল গুরু বৃহস্পতির, ভাগ্যের দুয়ার খুলবে এই দুই রাশির

Guru Nakshatra Gochar 2025: এই বছর শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের তৃতীয়া তিথিতে বৃহস্পতির নক্ষত্র ধাপে পরিবর্তন ঘটতে চলেছে। ২০২৫ সালের ১৩ জুলাই সকাল ৭টা ৩৯ মিনিটে দেবগুরু বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রের তৃতীয় পর্বে প্রবেশ করবেন।

১৩ জুলাই থেকেই খুলবে ভাগ্যের দুয়ার, লাভবান হবেন এই দুই রাশির জাতকরা।১৩ জুলাই থেকেই খুলবে ভাগ্যের দুয়ার, লাভবান হবেন এই দুই রাশির জাতকরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jul 2025,
  • अपडेटेड 6:35 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান ও শুভ ফলের কারক বলে মনে করা হয়।
  • প্রতি বৃহস্পতিবার বিষ্ণু ও বৃহস্পতির পূজা এবং ব্রত পালন শুভ ফল প্রদান করেন।
  • এই পরিবর্তনের ফলে দুইটি রাশির জাতক-জাতিকারা সরাসরি উপকৃত হবেন।

Guru Nakshatra Gochar 2025: জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতিকে জ্ঞান ও শুভ ফলের কারক বলে মনে করা হয়। প্রতি বৃহস্পতিবার বিষ্ণু ও বৃহস্পতির পূজা এবং ব্রত পালন শুভ ফল প্রদান করে বলে বিশ্বাস। এতে বৃহস্পতি গ্রহের প্রভাব শুভ হয়। জন্মকুণ্ডলীতে গুরু দুর্বল থাকলে এই ব্রত পালন করে ফল পাওয়া যায়।

এই বছর শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের তৃতীয়া তিথিতে বৃহস্পতির নক্ষত্র ধাপে পরিবর্তন ঘটতে চলেছে। ২০২৫ সালের ১৩ জুলাই সকাল ৭টা ৩৯ মিনিটে দেবগুরু বৃহস্পতি আর্দ্রা নক্ষত্রের তৃতীয় পর্বে প্রবেশ করবেন। এই পরিবর্তনের ফলে দুইটি রাশির জাতক-জাতিকারা সরাসরি উপকৃত হবেন বলে জানাচ্ছেন জ্যোতিষবিদরা।

বৃষ রাশি
বর্তমানে বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং তাঁর দৃষ্টি পড়েছে বৃষ রাশির ধন ভবে। এর ফলে বৃষ রাশির জাতকদের আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। বিশেষ করে সোনার ব্যবসায়ীরা দ্বিগুণ লাভের মুখ দেখতে পারেন।

আরও পড়ুন

ব্যবসার ক্ষেত্রে নতুন গতি আসবে। চাকরি সংক্রান্ত ক্ষেত্রে, সরকারি স্তরে সম্মান বা পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং ও পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতির সুযোগ আসতে পারে। শত্রুদের উপর জয়লাভ সম্ভব।

আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বড় কোনও কেস হাতে আসতে পারে। সমাজে আপনার সম্মান ও গ্রহণযোগ্যতা বাড়বে। বৃহস্পতির কৃপায় জীবনের বহু সমস্যার সমাধান মিলবে। আপনার কথা-বার্তায় মানুষ প্রভাবিত হবে। অর্থ উপার্জন ও সঞ্চয়ের দিক থেকে আপনি সফল হবেন।

কর্কট রাশি
বৃহস্পতি তাঁর নক্ষত্র ধাপ পরিবর্তনের মাধ্যমে কর্কট রাশির জাতকদের ওপর বিশেষ কৃপা বর্ষণ করবেন। কর্মজীবনে পরিবর্তনের সম্ভাবনা প্রবল। যাঁরা কাজের সমস্যায় ভুগছিলেন, তাঁদের সমস্যা দূর হবে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। অর্থ সঞ্চয়ে সাফল্য আসবে।

অর্থ খরচের ক্ষেত্রে আপনি সাবধানী হবেন। যাঁরা পরিষেবা ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের সম্মান বাড়বে। বৃহস্পতির কৃপায় সমাজে আপনার খ্যাতি ও যশ বাড়বে। ঘরে কখনও খাদ্য ও অর্থের অভাব হবে না। বাবার কাছ থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বাবার সাহায্য পেতে পারেন।

Advertisement

লেখালেখির সঙ্গে যুক্ত ব্যক্তিরাও এই সময়ে সাফল্য অর্জন করতে পারেন।

এই পরিবর্তন দুই রাশির জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছেন জ্যোতিষীরা। তবে সঠিক ফল পেতে পূজা, ব্রত ও ধার্মিক আচরণ বজায় রাখা প্রয়োজন।

দ্রষ্টব্য: রাশি, জ্যোতিষ, ধর্ম সংক্রান্ত প্রতিবেদনগুলি লোকমতভিত্তিক। প্রকাশক-সম্পাদক এগুলির সত্যতা নিশ্চিত করে না।

Read more!
Advertisement
Advertisement