Advertisement

Guru Bakri Rashifal: গুরুর কৃপায় সুসময় শুরু হচ্ছে ৩ রাশির, যেদিকে হাত দেবেন সোনা ফলবে

এই সময় কর্কটে অবস্থান করে বহু রাশিকে আশীর্বাদ দিচ্ছেন গুরু। তবে খুব শিগগিরই পরিবর্তন আসছে। আগামী ১১ নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতেই বক্রী হবেন এবং ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই অবস্থায় থাকবেন। গুরুর এই বক্রী গতি তিনটি রাশির উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Nov 2025,
  • अपडेटेड 5:51 PM IST

নবগ্রহের মধ্যে দেবগুরু বৃহস্পতির মর্যাদা বরাবরই বিশেষ। ধনু ও মীন, দুটি রাশির অধিপতি তিনি। বর্তমানে বৃহস্পতি অবস্থান করছেন কর্কট রাশিতে, যা চন্দ্রের অধীনে। জ্যোতিষশাস্ত্র বলছে, গুরু ও চন্দ্রের সম্পর্ক অতি মিত্রতার। এই দুই গ্রহের যোগে তৈরি হয় গজকেশরী-সদৃশ শুভ অবস্থান, যা সৌভাগ্য ও শান্তির প্রতীক।

এই সময় কর্কটে অবস্থান করে বহু রাশিকে আশীর্বাদ দিচ্ছেন গুরু। তবে খুব শিগগিরই পরিবর্তন আসছে। আগামী ১১ নভেম্বর বৃহস্পতি কর্কট রাশিতেই বক্রী হবেন এবং ৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই অবস্থায় থাকবেন। গুরুর এই বক্রী গতি তিনটি রাশির উপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য সময় অত্যন্ত লাভজনক হতে চলেছে। এতদিন আটকে থাকা কাজগুলি সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল। চাকরিজীবীরা পেতে পারেন নতুন সুযোগ। সন্তানের ভবিষ্যৎ নিয়ে যাঁদের দুশ্চিন্তা ছিল, তাঁরাও স্বস্তির খবর পাবেন। শিক্ষার্থীদের জন্য খুলে যাবে উন্নতির পথ। ভাগ্য সহায় হবে প্রায় প্রতিটি কাজেই। লটারি বা অন্য কোনও উৎস থেকেও আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। বিবাহ সংক্রান্ত বাধা দূর হবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি ও শারীরিক সুস্থতাও থাকবে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের দীর্ঘদিনের গাড়ি কেনার ইচ্ছা পূরণ হতে পারে। বিনিয়োগে লাভ পাওয়ার সঙ্গে সঙ্গে মিলবে নতুন সুযোগ। সম্পত্তি কেনা বা ব্যবসা বাড়ানোর পক্ষে সময় অত্যন্ত শুভ। কলেজে ভর্তির চেষ্টা বা চাকরির সুযোগ, উভয় ক্ষেত্রেই মিলতে পারে সুখবর। কর্মসূত্রে ভ্রমণ সফল হবে। দাম্পত্য জীবন মধুর হবে এবং অবিবাহিতদের ব্যক্তিগত জীবনে আসবে ইতিবাচক পরিবর্তন। আয়ের একাধিক পথ খুলে যেতে পারে।

মকর রাশি
মকর রাশির জন্য সময়টি আনছে আর্থিক উন্নতির ইঙ্গিত। সমাজে বাড়বে সম্মান ও পরিচিতি। নতুন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা বাড়বে, ফলে বড় সিদ্ধান্ত নেওয়াও সহজ হবে। চাকরিপ্রার্থীরা ও কর্মজীবনে উন্নতি খুঁজছেন এমন ব্যক্তিরা কাঙ্ক্ষিত ফল পাবেন। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ায় কাজের গতি বাড়বে এবং ভাগ্যের সহায়তাও মিলবে। দীর্ঘদিনের গাড়ি কেনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বিবাহের যোগও তৈরি হতে পারে। গুরুর কৃপায় গুরুত্বপূর্ণ একটি বড় কাজ সম্পন্ন হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement