শতবর্ষ পর বিরল গ্রহযোগ। শনির উপর পড়েছে বৃহস্পতির দৃষ্টি। জ্যোতিষশাস্ত্র বলছে, এই মহাজাগতিক অবস্থান তৈরি করেছে এক শক্তিশালী শুভ যোগ, যার প্রভাবে চার রাশির জাতকরা জীবনে পেতে পারেন বড় সাফল্য ও সৌভাগ্য।

শতবর্ষ পর বিরল গ্রহযোগ। শনির উপর পড়েছে বৃহস্পতির দৃষ্টি। জ্যোতিষশাস্ত্র বলছে, এই মহাজাগতিক অবস্থান তৈরি করেছে এক শক্তিশালী শুভ যোগ, যার প্রভাবে চার রাশির জাতকরা জীবনে পেতে পারেন বড় সাফল্য ও সৌভাগ্য।
বৈদিক জ্যোতিষ মতে, বৃহস্পতি ও শনি, দুটি অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এই দুই গ্রহের দৃষ্টি একসঙ্গে পড়লে জীবনে ঘটে যায় আমূল পরিবর্তন। ১৮ অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করেছে, আর তার পর থেকেই মীন রাশিতে অবস্থানরত শনির উপর তার দৃষ্টি পড়েছে। এই বিরল যোগ ১০০ বছর পর গঠিত হয়েছে।জ্যোতিষীদের মতে, এই যোগের ফলে চারটি রাশির জাতকরা আগামী দিনে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি করবেন। কারা সেই ভাগ্যবান রাশি?
মিথুন রাশি
নতুন সুযোগ আসছে মিথুন রাশির জাতকদের জীবনে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি দাম্পত্য জীবনে মিলবে শান্তি। নতুন কোনও প্রকল্প হাতে নিলে তা থেকে লাভের সম্ভাবনা প্রবল। বিদেশে কাজের সুযোগ বা সফরের যোগ রয়েছে। সামাজিক মর্যাদাও বৃদ্ধি পাবে।
কর্কট রাশি
কর্মক্ষেত্রে নজরকাড়া উন্নতি হতে পারে কর্কট রাশির জাতকদের জীবনে। ব্যবসায় মিলবে বড় সাফল্য। পুরনো বিনিয়োগ থেকে আসতে পারে অপ্রত্যাশিত লাভ। সময়ের মধ্যে সব কাজ সম্পূর্ণ করতে পারবেন, আর তাতে আপনার সুনামও বাড়বে।
কন্যা রাশি
কন্যা রাশির একাদশ ঘরে বৃহস্পতি এবং সপ্তম ঘরে শনি অবস্থান করছে। এই বিরল দৃষ্টির ফলে উপার্জনে বড় উন্নতির সম্ভাবনা। বহুদিনের কোনও ইচ্ছে পূরণ হতে পারে। নতুন সম্পত্তি কেনার জন্য সময়টি শুভ। আর্থিক দিক থেকে বেশ স্থিতিশীলতা আসবে।
মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য আসছে সৌভাগ্যের সময়। তৃতীয় ঘরে শনি ও সপ্তম ঘরে বৃহস্পতির অবস্থান জীবনে নিয়ে আসবে সাফল্যের জোয়ার। পরিশ্রমের ফল মিলবে পুরোপুরি। কর্মক্ষেত্রের জটিলতা কাটবে, কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা তৈরি হবে।
জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, এই বৃহস্পতি-শনি যোগ শুধু পেশাগত উন্নতি নয়, মানসিক শান্তি ও আর্থিক স্থিতি আনবে অনেকের জীবনে। তাই এই বিরল সময়টাকে কাজে লাগানোই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।