Advertisement

Guru Uday 2025: দেবগুরু মুখ তুলেছেন, জুলাইয়ে মাঝামাঝিতে ৩ রাশির বাড়ি-গাড়ি সব হবে

Guru Uday 2025: দেবতাদের গুরু বৃহস্পতি বুধের রাশি মিথুনে উদিত হয়েছে। এই অবস্থাতেই দেবগুরু চন্দ্রমার রাশি কর্কটে প্রবেশ করবে। গুরুর মিথুন রাশিতে উদিত হতেই কিছু রাশির জাতকদের ওপর শুভ প্রভাব আর কিছু রাশির জাতকদের ওপর অশুভ প্রভাব দেখা দেবে।

বৃহস্পতির গোচরবৃহস্পতির গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2025,
  • अपडेटेड 1:30 PM IST
  • দেবতাদের গুরু বৃহস্পতি বুধের রাশি মিথুনে উদিত হয়েছে।

দেবতাদের গুরু বৃহস্পতি বুধের রাশি মিথুনে উদিত হয়েছে। এই অবস্থাতেই দেবগুরু চন্দ্রমার রাশি কর্কটে প্রবেশ করবে। গুরুর মিথুন রাশিতে উদিত হতেই কিছু রাশির জাতকদের ওপর শুভ প্রভাব আর কিছু রাশির জাতকদের ওপর অশুভ প্রভাব দেখা দেবে। রাশিচক্রের এমন কিছু রাশি আছে, যাঁদের বৃহস্পতি উদয় হতেই ভাগ্যের দরজা খুলে যাবে। জীবনে অনেক ক্ষেত্রে সফলতা পাবেন। আসুন জেনে নিই সেই রাশিরা কারা।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের গুরু উদয় হতেই জ্ঞান বাড়বে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে আর অর্থ বৃদ্ধির রাস্তা খুলে যাবে। বিয়েতে যে বাধা আসছিল তা কেটে যাবে। পরিবারে অশান্তি-ঝামেলা থাকবে না। ব্যবসার রাস্তা খুলে যাবে। অংশীদারিত্বে ব্যবসা করার এটা ভাল সময়। পার্টনারের সঙ্গে ঝামেলা দূর হবে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য গুরুর উদয় হওয়া কিছু ক্ষেত্রে অপার সফলতা অর্জন করতে পারবেন। জীবনে আসা চ্যালেঞ্জ জাতক অতিক্রম করতে পারবেন। নতুন চাকরি পাওয়ার সফলতা পেতে পারেন। নতুন ব্যবসা লাভের রাস্তা খুলবে। স্বাস্থ্য আরও ভাল হবে। অপ্রয়োজনীয় খরচ কম হবে। অর্থ সঞ্চয় করতে জাতকেরা সফল হবে। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য বৃহস্পতির উদয় হওয়া শুভ পরিণাম দিতে পারে। এই জাতকদের শিক্ষায় সফলতা অর্জন হবে। চাকরি ও উপার্জন যারা করেন, তাদের জন্য আয়ের রাস্তা খুলবে। জাতকদের ভাগ্যের সঙ্গ মিলবে। আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়বে। ধর্ম-কর্ম কাজে মন বসবে। 

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাসের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

 

Read more!
Advertisement
Advertisement