Advertisement

Guru Uday In Mithun: ১২ বছর পর মিথুনে উদয় হবে গুরু, সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে এই ৫ রাশির জীবন

১২ বছর পর আসতে চলেছে সেই শুভক্ষণ। মিথুন রাশিতে উদয় হবে গুরু বৃহস্পতি। আর এর ফলে সুখ-সমৃদ্ধিতেত ভরে উঠবে ৫ রাশির জীবন। কোন কোন রাশি রয়েছে সেই তালিকায়?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 12:36 PM IST
  • ১২ বছর পর মিথুনে উদয় হবে গুরু
  • সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন
  • কোন ৫ রাশি রয়েছে এই তালিকায়?

১২ বছর পর বুধবার সুখ-সমৃদ্ধির দেবতা গুরু বৃহস্পতির উদয় হবে। সোনার মতো চমকাবে একাধিক রাশির ভাগ্য।

দেবগুরু বৃহস্পতি অর্থাৎ গুরু ৯ জুলাই, বুধবার মিথুন রাশিতে উদয় হবে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, কোনও গ্রহের উদয় হওয়ার পরিস্থিতিতে অত্যন্ত প্রভাবশালী মনে করা হয়।

গুরুর উদয় হওয়ার প্রভাব সমস্ত গ্রহ থেকে শুরু করে একাধিক রাশির জীবনেও পড়ে। কারণ দীর্ঘ ১২ বছর পর গুরু মিথুন রাশিতে উদয় হচ্ছে।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি গ্রহকে সাধারণত সুখ-সমৃদ্ধি, জ্ঞান এবং আধ্যত্মিকতার প্রতীক হিসেবে মানা হয়। যে কোনও কুণ্ডলীতে বৃহস্পতির স্থিতি মজবুত হয়। নিজের কাজে সাফল্য এবং উন্নতি প্রাপ্ত হয় তাদের।

গুরু মিথুন রাশিতে উদয় হওয়ার ফলে কোন কোন রাশির জীবনে প্রভাব পড়তে চলেছে?

বৃষ: বৃষ রাশির জাতকদের কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ী দের মুনাফা লাভের সম্ভাবনা রয়েছে। ঘর-পরিবারের শান্তি এবং সৌহার্দ্য বজায় থাকবে। দাম্পত্য জীবনে প্রেম এবং সুখ বৃদ্ধি পাবে।

সিংহ: ভাগ্য সহায় হবে সিংহ রাশির জাতকদের। ফলে কেরিয়ারে উন্নতি করতে পারবেন তাঁরা। চাকরিরতদের আয় বাড়বে। সকল কাজেই সাফল্য আসবে এঁদের। আর্থিক লাভ এবং নতুন দিশা উন্মোচনের সম্ভাবনাও প্রবল। আর্থিক অবস্থা আরও মজবুত হবে।

তুলা: তুলা রাশির জাতক যে সকল ব্যবসায়ীরা, তাঁদের জন্য সময়টা বড্ড অনুকূল। আপনার কাজ প্রশংসিত হবে। আপনার প্রতিভা জনসমক্ষে চিহ্নিত হবে।

মকর: মকর রাশির জাতকদের জন্য গুরুর উদয় লাভজনক মনে করা হচ্ছে। তাঁদের অপূর্ণ কাজ পূর্ণ হবে এবং স্বাস্থ্যের উন্নতি হবে। সমাজে এই রাশির জাতকদের সম্মান বৃদ্ধি হবে। আত্মবিশ্বাস বাড়বে এঁদের।

মীন: মীন রাশির জাতকদের গুরুর উদয়ের সঙ্গে সঙ্গে ভাগ্য সহায় হবে। লক্ষ্যে অবিচল থাকবেন এঁরা। লক্ষ্য অর্জন করার জন্য পরিশ্রম করা আবশ্যক।

 

Read more!
Advertisement
Advertisement