হোলি, রঙের উৎসব। শুধু আনন্দ-উৎসবই নয়, বরং প্রেমের উৎসবও বটে। দোলের আবিরের ছোঁয়ায় জীবনে নতুন রঙ আসে, নতুন ভালবাসার সূচনা হয়। অনেকে এদিন প্রেমের দেবতা কামদেবেরও পুজো করে থাকেন।
এই বছরের হোলি কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই ৪ রাশির জাতকদের জীবনে হোলি থেকেই প্রেমের নতুন অধ্যায় শুরু হতে পারে:
১. মেষ (Aries):
২. কর্কট (Cancer):
৩. তুলা (Libra):
৪. মীন (Pisces):