Advertisement

Daily Horoscope: তুলা রাশির স্বাস্থ্যহানি, সিংহের শত্রু বৃদ্ধি! জানুন লক্ষ্মীবারের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

জানুন আজকের রাশিফলজানুন আজকের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 16 Dec 2021,
  • अपडेटेड 12:12 AM IST

Horoscope 16th December 2021: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)। 


মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

ধননাশ। ব্যস্ততা বৃদ্ধি। পারিবারিক অশান্তি। পিতার পরামর্শে উন্নতি। সাহসিকতা প্রদর্শন। সৌভাগ্যবৃদ্ধি। ঋণ পরিশোধের যোগ।

আরও পড়ুন


বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

দ্বিমুখী আয়ের সুযোগ। উৎকণ্ঠা বৃদ্ধি। অপূরণীয় ক্ষতি। নব পরিকল্পনার যোগ রয়েছে। প্রবঞ্চনা বিপর্যয়। প্রতিবেশী বিবাদ। 


মিথুন GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

ক্ষতির আশঙ্কা। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। চাকুরীতে পদোন্নতি। নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে কাজ করতে হবে। বিদ্যার্থীদের জন্য শুভ।  


কর্কট CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

গুহ্যরোগে কষ্ট। নব প্রচেষ্টা। প্রশংসা প্রাপ্তি। ব্যয় বাহুল্য। শ্রমিক অসন্তোষ। অভাব -অনটন। ধনাগম। পারিবারিক বিপদ। মাতৃ পীড়ার সম্ভাবনা।


সিংহ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

শত্রু বৃদ্ধি। অভিমান। কূটনৈতিক জয়। বৃথা ব্যয়। মনোরথ সিদ্ধি। রক্তে শর্করা বৃদ্ধি। স্পষ্টকথায় বিপদ। আইনি পরামর্শ লাভ। 


কন্যা VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

চৌরভয়। সম্পত্তির সংস্কার। শিক্ষায় বাধা। মানসিক আঘাত। গৃহে চুরীর সম্ভবনা। দর্শণ ও বিজ্ঞানের প্রতি প্রবল আগ্রহ দেখা দিতে পারে। 


তুলা LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

স্বাস্থ্যহানি। মামলায় জয়। কর্মক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হতে পারে। প্রণয়ে জটিলতা। আয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। অভীষ্ট পূরণ হতে পারে। 


বৃশ্চিক SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

মানসিক ক্লেশ। প্রিয়জনসঙ্গ। মানসিক আঘাত। আশাভঙ্গ। উপদ্রব বৃদ্ধি। পারিবারিক সমস্যা। নৈতিক অবনতি। সঞ্চয়ের সুযোগ।


ধনু SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

গৃহ সমস্যা। শিক্ষকদের জন্য শুভ। বিদ্যুৎ থেকে বিপদ। উপার্জন বৃদ্ধি। অপবাদ। আত্মীয় দ্বারা ক্ষতি। অর্থব্যয়ের সম্ভাবনা। 


মকর CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

সম্মানহানি। কাজের চাপ বৃদ্ধির সম্ভবনা আছে। উচ্চাশায় ক্ষতি। অস্থিরতা বৃদ্ধি। ইগো দূরে রাখুন। বিপদ আসন্ন। বন্ধু সমাগম। 

Advertisement


কুম্ভ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

নৈতিক উন্নতি। উন্নতির যোগ। বন্ধু বিয়োগ হতে পারে। ভ্রান্ত সিদ্ধান্ত। প্রণয়াসক্তি। ক্ষতির সম্ভাবনা। অপচেষ্টা রোধ। আশাতীত লাভ।


 মীন PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

প্রেমে বিঘ্ন। সৃষ্টিশীল কাজ। মামলায় জয়। চৌর্যহেতু ক্ষতি। মানসিক অস্থিরতা। বন্ধন ভয়। সুখকর বদলি। হৃদরোগের আশঙ্কা। 

 

Read more!
Advertisement
Advertisement