Advertisement

Horoscope Today: বৃষ রাশির মিশ্রফল, কর্কটের ক্লান্তি বোধ! জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Sun Signs- Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল।

জানুন আজকের রাশিফলজানুন আজকের রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Feb 2022,
  • अपडेटेड 12:24 AM IST

Horoscope 12th February 2022: স্বাস্থ্য থেকে পরিবার, চাকরি থেকে ব্যবসা,  কেমন যাবে আপনার আজকের দিন? জানুন আজকের রাশিফল (Rashifal)। 

মেষ/ARIES রাশিফল Rashifal (March 21-April 20) 

পরিতাপ। আর্থিক ক্ষতি।  নব পরিকল্পনা। সন্তানের যত্ন নিন। সততায় লাভ। নিকট বন্ধু দ্বারা ক্ষতি হতে পারে। কৃষিজীবীদের সমস্যা। 

আরও পড়ুন

 
বৃষ / TAURUS রাশিফল Rashifal (April 21 – May 20)

মিশ্রফল। চাকুরীতে পদন্নোতি। পারিবারিক শান্তি। কেরিয়ারে সাফল্য। বৈষয়িক সমাধান। রক্তচাপে কষ্ট। বাকচাতুরীতে লাভ। 


মিথুন/ GEMINI রাশিফল Rashifal (May 21-June 21) 

প্রীতি লাভ। পরিশ্রম করে সাফল্য অর্জন। সন্তানের জন্য উদ্বেগ। সুনামহানি। আঘাত প্রাপ্তি। আরোগ্য লাভ। সমস্যা বৃদ্ধি। 


কর্কট/ CANCER রাশিফল Rashifal (June 22-July 22)

ক্লান্তি বোধ। কাজের গতি কম থাকবে। আনন্দময় পরিবেশ থাকবে। আলস্যে ক্ষতি। অম্লরোগে কষ্ট।  ভ্রমণকালে বিপদ। 

 
সিংহ/ LEO রাশিফল Rashifal (July 23-Aug 23) 

চৌর ভয়। আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে। গবেষণায় সাফল্য। স্বাস্থ্যের দিকে নজর দিন। দন্তরোগে কষ্ট।


কন্যা/ VIRGO রাশিফল Rashifal (Aug 24-Sep 23) 

মানসিক আঘাত। মানসিক পরিবর্তন। অর্থনৈতিক সংকট থাকবে। ক্রোধ এড়িয়ে চলুন। সাবধানে সিদ্ধান্ত নেবেন। অর্থাগম। 


তুলা/ LIBRA রাশিফল Rashifal (Sep 24-Oct 23) 

জনসেবায় ব্যস্ত। নৈতিক অবনতি। স্ত্রীলোক দ্বারা ক্ষতি। শিক্ষাক্ষেত্রে বিঘ্ন। স্বীকৃতি লাভ। মস্তিষ্কে আঘাত। বাতজবেদনা। 


বৃশ্চিক/ SCORPIO রাশিফল Rashifal (Oct 24-Nov 22)

মনোমালিন্য। রাজনীতিতে সুখ্যাতি। দাম্পত্য সমস্যা। সমস্যা বৃদ্ধি। প্রশিক্ষণের সুযোগ। সুপরামর্শ লাভ। অযথা চিন্তা। 


ধনু/ SAGITTARIUS রাশিফল Rashifal (Nov 23-Dec 21) 

সন্তান পীড়া। পরিবারের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। আর্থিক ক্ষতি। ধর্মে আগ্রহ বৃদ্ধি। প্রকল্প শুরু হতে দেরি হতে পারে।  


মকর / CAPRICORN রাশিফল Rashifal (Dec 22-Jan 21)

প্রাপ্তি যোগ। অবিবাহিতদের বিবাহের যোগ রয়েছে। অলসতায় ক্ষতি। অবৈধ প্রণয়। অস্ত্রোপচারে সাফল্য। অস্থিরতা লাভ। 


কুম্ভ/ AQUARIUS রাশিফল Rashifal (Jan 22-Feb 19) 

Advertisement

অপযশ। শিক্ষার্থীদের জন্য ভাল সময়। প্রতিযোগিতায় সাফল্য। বিরহ ব্যথা। হঠাৎ প্রাপ্তি। ক্ষতি হওয়ার সম্ভবনা। মনস্তাপ। উন্নতির যোগ। 


মীন/ PISCES রাশিফল Rashifal (Feb 20-March 20)

বিদ্যানুরাগ। স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধান। অহেতুক ক্রোধে ক্ষতি। সহানুভূতি লাভ। সম্মান প্রাপ্তি। স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন। 

 

Read more!
Advertisement
Advertisement