Advertisement

July Lucky Zodiac Signs: জুলাইয়ের তৃতীয় সপ্তাহে বিরল যোগ! রাতারাতি ভাগ্য ফিরবে এই ৫ রাশির

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের জুলাই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা যেতে পারে, এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এটি। কেন? জুলাই মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে কন্যা রাশিতে থাকবে কেতু ও চন্দ্র। ১৬ জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। কর্কট রাশিতে বুধ ও শুক্র, বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে থাকবে রাহু। ১৯ জুলাই রাতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। 

july 2024 lucky rashijuly 2024 lucky rashi
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2024,
  • अपडेटेड 9:31 AM IST
  • জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের জুলাই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
  • বলা যেতে পারে, এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এটি।
  • জুলাই মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে কন্যা রাশিতে থাকবে কেতু ও চন্দ্র।

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, চলতি বছরের জুলাই মাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বলা যেতে পারে, এই বছরের অন্যতম গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে এটি। কেন? জুলাই মাসের তৃতীয় সপ্তাহের শুরুতে কন্যা রাশিতে থাকবে কেতু ও চন্দ্র। ১৬ জুলাই মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সূর্য। কর্কট রাশিতে বুধ ও শুক্র, বৃষ রাশিতে মঙ্গল ও বৃহস্পতি, কুম্ভ রাশিতে শনি এবং মীন রাশিতে থাকবে রাহু। ১৯ জুলাই রাতে বুধ সিংহ রাশিতে প্রবেশ করবে। 

ফলে, জুলাইয়ের শেষে ভাগ্য বদল হতে পারে ৫ রাশির জাতক জাতিকাদের। জ্যোতিষ গণনা অনুসারে, মেষ, মিথুন-সহ পাঁচ রাশির জাতকদের ভাগ্য পরিবর্তন হতে পারে। সৌভাগ্যের মুখ দেখতে পারেন এই ৫ রাশির জাতরা। জুলাইয়ের শেষ সপ্তাহে কাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে? আসুন এক নজরে জেনে নেওয়া যাক। 

​মকর রাশি 
গত সপ্তাহের তুলনায় পরিস্থিতি ভাল থাকবে। সপ্তাহের শুরুতেই কোনও পারিবারিক বিবাদ থাকলে তার অন্ত হবে। পৈতৃক সম্পত্তি লাভের যোগ রয়েছে। চাকরিজীবীরা সপ্তাহের শুরুতেই কোনও বড়সড় কাজের অভিজ্ঞতা পেতে পারেন।  

​কন্যা রাশি
আর্থিক পরিস্থিতি উন্নত হবে। সময়টা আগের তুলনায় শুভ যাবে। আয় বৃদ্ধির যোগ রয়েছে। সঞ্চয়ে মনোনিবেশ করুন। ভেবেচিন্তে নিরাপদ স্থানে বিনিয়োগের জন্য় এটি শুভ সময়। 

​মিথুন রাশি 
সপ্তাহের শুরুতে সন্তানের থেকে আনন্দ পেতে পারেন। সমাজে সম্মান বজায় থাকবে। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন পাবেন। যাঁরা কাজ খুঁজছেন, তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। দাম্পত্য জীবন সুখে কাটাবেন।  

তুলা রাশি
তুলা রাশির জাতকদের জন্য় জুলাইয়ের শেষ সপ্তাহটি ভাল। কেরিয়ারের দিক থেকে কোনও সুসংবাদ পেতে পারেন তুলা রাশির জাতক-জাতিকারা।  কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। ভ্রমণ যোগ রয়েছে। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য় জুলাইয়ের শেষ সপ্তাহটি শুভ। কর্মক্ষেত্রে সাফল্য মিলবে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। তবে এহেন বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই অভিজ্ঞ ও বাবা-মায়ের পরামর্শ অবশ্যই নিন। প্রেম-দাম্পত্যের দিক থেকেও জুলাইয়ের মাসের শেষ সপ্তাহ শুভ। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement