Advertisement

Lucky Zodiac Signs June 2025: তিন গ্রহের কৃপায় এই রাশিগুলির অপার সাফল্য, জুনেই খুলবে কপাল

Lucky Zodiac Signs June 2025: জুনের মাঝামাঝি সময়ে গ্রহের অবস্থান বদলের জেরে কিছু রাশির কপালে খুলছে নতুন ভাগ্যের দরজা। ভাগ্য, টাকা, চাকরি ও সম্পর্ক—সব ক্ষেত্রে মিলবে অভাবনীয় উন্নতি। জেনে নিন কোন রাশির জাতকরা হচ্ছেন এই পরিবর্তনের সবচেয়ে বড় লাভবান।

তিন গ্রহের কৃপায় এই রাশিগুলির অপার সাফল্য, জুনেই খুলবে কপালতিন গ্রহের কৃপায় এই রাশিগুলির অপার সাফল্য, জুনেই খুলবে কপাল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 May 2025,
  • अपडेटेड 4:46 PM IST

Lucky Zodiac Signs June 2025: জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হচ্ছে এক গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় পরিবর্তন। শনি, বৃহস্পতি ও মঙ্গল—এই তিনটি গ্রহের স্থানচ্যুতি সরাসরি প্রভাব ফেলবে কিছু নির্দিষ্ট রাশির ওপর। 

জ্যোতিষ মতে, এই সময়কাল কয়েকটি রাশির জাতকদের জন্য আশীর্বাদ হয়ে আসবে। কর্মক্ষেত্র, প্রেম, অর্থ ও স্বাস্থ্য—সব ক্ষেত্রেই মিলবে ইতিবাচক ফল। দেখে নিন কোন রাশিগুলি হবে সবচেয়ে বেশি লাভবান।

১. বৃষ (Taurus):
বৃহস্পতি নবম স্থানে আসায় ভাগ্যচক্র একেবারে ঘুরে যাবে। বিদেশ যাত্রা ও উচ্চশিক্ষার সম্ভাবনা প্রবল। চাকরিক্ষেত্রেও বড় সাফল্য।

২. কন্যা (Virgo):
শনি ও মঙ্গল একত্রিত হয়ে কর্মস্থলে স্থিতিশীলতা আনবে। যারা নতুন কাজ শুরু করতে চাইছেন, জুনের শেষ সপ্তাহ শ্রেষ্ঠ সময়।

৩. ধনু (Sagittarius):
বৃহস্পতি চতুর্থ স্থানে আগমন মানে পরিবার ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ। গৃহ নির্মাণ বা গাড়ি কেনার সম্ভাবনা।

৪. মীন (Pisces):
বৃশ্চিকস্থ মঙ্গল আত্মবিশ্বাস বাড়াবে। প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে, এমনকি বিয়ের সম্ভাবনাও রয়েছে।

৫. তুলা (Libra):
আর্থিক উন্নতির দারুণ সময়। ব্যবসায় নতুন বিনিয়োগে মুনাফার সম্ভাবনা। আটকে থাকা টাকা ফেরত পাওয়ার যোগ।

 

Read more!
Advertisement
Advertisement