জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। জেনে নিন বিশদে...
বৃশ্চিক রাশি (Scorpio):
ভাগ্যোদয় হবে বৃশ্চিক রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্যের যোগ রয়েছে। আয় বাড়বে। ব্যবসা লাভজনক হবে।
মিথুন রাশি (Gemini):
ভাগ্য বদলাবে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে দারুণ উন্নতি হবে। ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য ভাল সময়।
মীন রাশি (Pisces):
শুভ প্রভাব পড়বে মীন রাশির জাতকদের জীবনে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। দাম্পত্য সুখ বাড়বে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ২০ এপ্রিল তৈরি হবে নবপঞ্চম রাজযোগ। যার প্রভাবে লাভের মুখ দেখবেন কর্কট, তুলা ও কন্যা রাশির জাতকরা। অন্য দিকে,জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা।