
Jupiter Retrograde 2025: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহকে নয় গ্রহের মধ্যে সবচেয়ে শুভ ও সবচেয়ে বড় বলে মনে করা হয়। বৃহস্পতিকে গুরু গ্রহও বলা হয়। দেবতাদের গুরু হিসেবে পরিচিত এই গ্রহ জ্ঞান, বুদ্ধি, ধর্ম, আধ্যাত্মিকতা, শিক্ষা, নৈতিকতা, ভাগ্য, সন্তানের সুখ ও সমৃদ্ধির প্রতীক। আগামী ১১ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী হচ্ছেন। এর আগে বৃহস্পতি অতিচারী হয়ে কর্কট রাশিতে প্রবেশ করেছিলেন। এরপর আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতেই বৃহস্পতি বিপরীত গতি অর্থাৎ উল্টো চালে অবস্থান করবেন।
বৃহস্পতির এই বক্রী গতি সব রাশির ওপরেই আলাদাভাবে প্রভাব ফেলবে। তবে যেসব রাশির ওপর এর শুভ প্রভাব পড়বে, তাদের জীবনে অর্থ, সাফল্য এবং সম্পর্কের ক্ষেত্রে উন্নতির দরজা খুলে যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জীবনে কী পরিবর্তন দেখা দিতে পারে।
বৃষ রাশি
বৃহস্পতির বক্রী অবস্থান বৃষ রাশির জাতকদের জন্য শুভ ফল এনে দিতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে মুনাফার সুযোগ বৃদ্ধি পাবে। কোথাও আটকে থাকা বা বকেয়া টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে মাধুর্য বাড়বে। জীবনসঙ্গীর সঙ্গে মানসিক ঘনিষ্ঠতা ও সময় কাটানোর সুযোগ মিলবে। ভাইবোন বা কাছের আত্মীয়দের পিছনে কিছু খরচ হতে পারে। তবে এই খরচই সম্পর্ককে আরও মধুর করবে। কিছু কাজে দেরি হলেও শেষ পর্যন্ত লাভ আপনারই হবে।
কন্যা রাশি
এই সময়ে কন্যা রাশির জাতক-জাতিকারা নতুন নতুন কানেকশান তৈরি করবেন। নতুন বন্ধুত্ব কর্মক্ষেত্রে সাহায্য করবে। কর্মজীবনে ইতিবাচক ফলের সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও লাভের সুযোগ দেখা দেবে। নিজের পরিশ্রমের প্রতি সন্তুষ্টি অনুভব করবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। স্বাস্থ্যের ক্ষেত্রেও বড় কোনও উদ্বেগ নেই, তবে নিয়মিত জীবনযাপন বজায় রাখা জরুরি।
বৃশ্চিক রাশি
বৃহস্পতির বক্রী গতি বৃশ্চিক রাশির জন্য শুভ ফলদায়ী বলে মনে করা হচ্ছে। ভাগ্যের সহায়তা মিলবে। কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলতে পারে। দায়িত্ব ও নেতৃত্বে দক্ষতার স্বীকৃতি পাবেন। অর্থনৈতিক দিক থেকেও সুবিধা পাবেন। বিনিয়োগের ক্ষেত্রে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিন। তাতে দীর্ঘমেয়াদে ভাল ফল পাবেন। পরিবারের মধ্যে বিশেষত বাবার স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন।
ধনু রাশি
ধনু রাশির জন্য বৃহস্পতির এই গতি লাভ ও সাফল্যের সম্ভাবনা নিয়ে আসবে। সংসারে আরাম, সুবিধা বাড়বে। যদিও পরিবারের দিকে কিছু উদ্বেগ থাকতে পারে। বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। পরিশ্রমের সঠিক ফল পাওয়া যাবে। আটকে থাকা কাজও সম্পূর্ণ হতে পারে। তবে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভালো। ব্যক্তিগত জীবনে বাস্তবধর্মী আচরণ বেশি লাভ আনবে।
দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।