Advertisement

Guru Gochar Rashifal: বৃহস্পতির গোচরে এ মাসেই বদলাবে ভাগ্য, কোন কোন রাশির খুলছে শুভ সময়?

Guru Gochar Rashifal: জ্যোতির্বিদদের মতে, গ্রহের গতি যেমন রাশিচক্রে প্রভাব ফেলে, তেমনই সময়ের সঙ্গে নক্ষত্রের অবস্থানও পালটাতে থাকে। এই পরিবর্তন সরাসরি ছুঁয়ে যায় সবকটি রাশিকে।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Dec 2025,
  • अपडेटेड 6:08 PM IST

Guru Gochar Rashifal: হিন্দুধর্মে জ্যোতিষশাস্ত্রের গুরুত্ব সব সময়ই অপরিসীম। গ্রহের অবস্থান ও নক্ষত্রের পরিবর্তন অনুযায়ী শুভ–অশুভ ফল নির্ধারিত হয়। তাই অনেকেই জানতে চান, আসন্ন দিনে তাঁদের ভাগ্যে কী অপেক্ষা করে আছে। জ্যোতির্বিদদের মতে, গ্রহের গতি যেমন রাশিচক্রে প্রভাব ফেলে, তেমনই সময়ের সঙ্গে নক্ষত্রের অবস্থানও পালটাতে থাকে। এই পরিবর্তন সরাসরি ছুঁয়ে যায় সবকটি রাশিকে।

উজ্জয়িনী আচার্য আনন্দ ভরদ্বাজ জানান, দেবগুরু বৃহস্পতির গোচর সাধারণত অত্যন্ত শুভ হিসেবে ধরা হয়। তাঁর প্রতিগামী গতিকেও বিরল বলে মনে করা হয়। বৈদিক পঞ্জিকা অনুযায়ী, আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতি কর্কট থেকে মিথুন রাশিতে প্রবেশ করছেন। এই রাশি পরিবর্তনের ফলে বহু রাশির জাতকের জীবনে আসতে পারে উন্নতির নতুন বার্তা।

মেষ (Aries)
বৃহস্পতির গোচর মেষ রাশির জাতকদের বিশেষ উপকার করবে। নতুন সুযোগ আসবে, পুরনো প্রচেষ্টা সফলতার মুখ দেখবে। আর্থিক উন্নতি হবে, বিনিয়োগে মিলবে লাভ। পারিবারিক সম্পর্ক সুদৃঢ় হবে। উচ্চশিক্ষা, চাকরি বদল, নতুন উদ্যোগ ও ভ্রমণের জন্য সময় শুভ।

আরও পড়ুন

মিথুন (Gemini)
এই গোচর সরাসরি মিথুন রাশিতেই ঘটছে, তাই সবচেয়ে বেশি লাভবান হবেন এই রাশির জাতকরা। কেরিয়ারে আসবে নতুন মোড়, মিলবে প্রভাবশালী মানুষের সাহায্য। আর্থিক ক্ষতি পুষিয়ে ওঠার সুযোগ তৈরি হবে। শিক্ষার্থীদের জন্য একেবারে সোনার সময়। বিদেশযাত্রা, উচ্চশিক্ষা ও পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা প্রবল। অবিবাহিতরা পেতে পারেন বিবাহের শুভ প্রস্তাব।

সিংহ (Leo)
বৃহস্পতির প্রভাবে সিংহ রাশির মানুষের কেরিয়ারে বড় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়বে। ঊর্ধ্বতনদের থেকেও মিলবে সহযোগিতা। অর্থভাগ্য শক্তিশালী থাকবে, নতুন প্রকল্প সফল হওয়ার সম্ভাবনা। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে থাকা শিক্ষার্থীদের জন্য সময় খুবই শুভ।

তুলা (Libra)
তুলা রাশির জাতকরা এই সময়ে অংশীদারিত্ব ও ব্যবসায় উন্নতির সুযোগ পাবেন। বিদেশ থেকে আসতে পারে লাভজনক প্রস্তাব। দাম্পত্য সম্পর্ক মধুর হবে, প্রেম আরও গভীর হবে। মানসিক চাপ কমবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আর্থিক জায়গাতেও নজরকাড়া উন্নতি হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement