Advertisement

Guru Brihaspati Gochar 2025: ভাগ্যে বড় বদলের ইঙ্গিত ৩ রাশির, বৃহস্পতির কৃপায় কপাল ঘুরছে

Guru Gochar 2025: বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়ে সময়ে নিজের উচ্চ ও নীচ রাশিতে প্রবেশ করে। যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে গুরু গ্রহ ২০২৫ সালে মিথুন রাশি থেকে বেড়িয়ে অক্টোবরে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে।

ভাগ্যে বড় বদলের ইঙ্গিত ৩ রাশির, বৃহস্পতির কৃপায় কপাল ঘুরছেভাগ্যে বড় বদলের ইঙ্গিত ৩ রাশির, বৃহস্পতির কৃপায় কপাল ঘুরছে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2025,
  • अपडेटेड 7:16 PM IST

Guru Brihaspati Gochar 2025: গুরু বৃহস্পতির গোচর মোটামুটি ১৩ মাস পর্যন্ত একটি রাশিতে হওয়ার কারণে এটি শনির পরে দ্বিতীয় ধীর গতিতে চলা গ্রহ। বৃহস্পতি গ্রহকে দেবতাকে গুরুও বলা হয়ে থাকে। এটি প্রাকৃতিকভাবে শুভ গ্রহ। এ ছাড়া এটি ধনু ও মীন রাশির অধিপতি। বৃহস্পতি কর্কট রাশিতে তার সর্বোচ্চ অবস্থায় রয়েছে এবং মকর রাশিতে এটি সর্বনিম্ন অবস্থায় রয়েছে বলে মনে করা হয়। একটি অনুকূল বৃহস্পতি ব্যক্তিকে জীবনের সমস্ত জিনিস যেমন সন্তান, সুখ, গৃহ, সম্পদ, সমৃদ্ধি, ভাল বৈবাহিক জীবন অর্জনে সহায়তা করে এবং সমাজে ব্যক্তিকে সম্মান দেয়।

বৈদিক জ্যোতিষ অনুসারে গ্রহ সময়ে সময়ে নিজের উচ্চ ও নীচ রাশিতে প্রবেশ করে। যার প্রভাব মানব জীবনের ওপর পড়তে দেখা যায়। জেনে রাখুন যে গুরু গ্রহ ২০২৫ সালে মিথুন রাশি থেকে বেড়িয়ে অক্টোবরে নিজের উচ্চ রাশি কর্কটে প্রবেশ করবে। যার প্রভাবে কিছু রাশির ভাগ্য চমকাতে পারে। এর সঙ্গে এই রাশিদের পদ-প্রতিষ্ঠা বাড়বে। আসুন সেই রাশিগুলো কারা জেনে নিন। 

কন্যা রাশি
আপনাদের জন্য গুরু গ্রহের গোচর লাভজনক প্রমাণিত হবে। আপনার আয় বাড়বে। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। নতুন নতুন সূত্র থেকে টাকা উপার্জন করবেন। নতুন চাকরির খোঁজ শুরু করলে তা এই সময় পেয়ে যাবেন। বিনিয়োগ থেকে লাভ হবে। সন্তানের পক্ষ থেকে কোনও ভাল খবর পেতে পারেন। শেয়ার বাজার, সট্টা ও লটারি থেকে লাভ হতে পারে এই সময়।

আরও পড়ুন

তুলা রাশি
গুরু গ্রহের গোচর এই রাশির জাতকদের শুভ ফলদায়ী প্রমাণিত। এই জন্য এই রাশির জাতকদের কাজ-ব্যবসায় উন্নতি হবে। এই সময় সরকারি চাকরি পাওয়ার গোল্ডেন সুযোগ। কর্মক্ষেত্রে আয়ের নতুন রাস্তা খুলবে। আটকে থাকা অর্থ ফেরৎ পাবেন। ব্যবসায়ীদের ভাল লাভ হবে। ব্যবসা বাড়তে পারে। বাবার সঙ্গে সম্পর্ক ভআল হবে।   

কর্কট রাশি
আপনাদের জন্য গুরু গ্রহের রাশি পরিবর্তন শুভ বলে প্রমাণিত হবে। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে। এর সঙ্গে উচ্চ ও প্রতিষ্ঠিত পদ প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যদি আপনি নতুন চাকরির খোঁজ করে থাকেন তাহলে সফলতা পাবেন। পড়ুয়ারা কোনও পরীক্ষায় নিজেদের সেরাটা দিতে পারবেন। বৈবাহিক জীবন খুবই ভাল থাকবে। জীবনসঙ্গীর উন্নতি হবে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসবে। 
 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement