জ্যোতিষ মতে, বৃহস্পতি ও শুক্র মিলে সমসপ্তক রাজযোগ তৈরি করতে চলেছে। যার প্রভাবে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। সব ক্ষেত্রে সুখ-সাফল্য আসবে। জেনে নিন বিশদে...
মিথুন রাশি (Gemini):
শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পরিবারে সুখ-সমৃদ্ধি বাড়বে। ব্যবসা লাভজনক হবে। বিনিয়োগের জন্য় ভাল সময়।
তুলা রাশি (Libra):
উন্নতি হবে তুলা রাশির জাতকদের। ব্যবসায়ীদের জন্য ভাল সময়। অর্থলাভ হবে। চাকরিতে সাফল্য পাবেন।
সিংহ রাশি (Leo):
ভাল সময় সিংহ রাশির জাতকদের জন্য। ধনলাভের যোগ রয়েছে। ব্যবসায়ীরা লাভবান হবেন। দাম্পত্য সুখ বাড়বে।
অন্য দিকে, আগামী ২৭ মে শনি জয়ন্তী। ২৬-২৭ মে শনির জন্মতিথি খুবই উল্লেখযোগ্য হতে চলেছে। জ্যোতিষ মতে, এই সময়ে শুভ প্রভাব পড়বে মকর, বৃষ, তুলা রাশির জাতকদের।আগামী ২৬ মে সোমবার ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠ অমাবস্যায় ফলহারিণী কালীপুজো করা হয়। জ্যোতিষ মতে, এই দিনটি খুবই শুভ। ভাগ্য বদলাবে বৃষ, মকর, মিথুন, তুলা রাশির জাতকদের। জ্যোতিষ মতে, আগামী জুন মাসে বুধের রাশি মিথুনে প্রবেশ করবে শুক্র। যার ফলে কপাল খুলবে মিথুন, তুলা এবং সিংহ রাশির জাতকদের। আগামী ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে সূর্য। যার ফলে কপাল খুলবে সিংহ, কন্যা ও তুলা রাশির জাতকদের।আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের।