Advertisement

Kartik Month Rashifal: কার্তিক মাসে ৩ রাশিতে তুঙ্গে শুক্র, লক্ষ্মীর কৃপায় আয়বৃদ্ধি-অর্থলাভ

১৬ কার্তিক, ৩ নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। এর ফলে উপকৃত হতে চলেছে ৩ রাশির জাতক-জাতিকারা। শুক্র গ্রহ হল বিলাস-বৈভবের কারক। সকাল ৫টা ১৩ মিনিটে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে শুক্র।

Kartik Rashifal। কার্তিক রাশিফল। Kartik Rashifal। কার্তিক রাশিফল।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Oct 2023,
  • अपडेटेड 7:08 PM IST
  • ৩ নভেম্বর সকাল ৫টা ১৩ মিনিটে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে শুক্র।
  • শুক্র এবং কার্তিক মাস উভয়ই মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত।

অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস। যা মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুর প্রিয় মাস হিসাবে খ্যাত। কার্তিক মাসেই শুক্র রাশি পরিবর্তন করতে চলেছে। ১৬ কার্তিক, ৩ নভেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে শুক্র। এর ফলে উপকৃত হতে চলেছে ৩ রাশির জাতক-জাতিকারা। শুক্র গ্রহ হল বিলাস-বৈভবের কারক। ৩ নভেম্বর সকাল ৫টা ১৩ মিনিটে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করবে শুক্র। শুক্র এবং কার্তিক মাস উভয়ই মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত। তাই চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাস এবং শুক্র গ্রহের সংমিশ্রণ কোন কোন রাশির সৌভাগ্যের কারণ হতে চলেছে-

মেষ রাশি- কার্তিক মাস এবং শুক্রের গমন মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে চলেছে। এই সময়ে আপনার স্বাস্থ্য ভালো থাকবে। জীবনে রোমান্স ও আকর্ষণ থাকবেই। ছোট ট্রিপে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। কর্মজীবনে নতুন কাজ পেতে পারেন। আপনি পেশাগত এবং আর্থিকভাবে স্থিতিশীল হতে চলেছেন। আপনার আয়বৃদ্ধির যোগও রয়েছে।

মিথুন রাশি- মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুক্র গ্রহের যাত্রা শুভ হতে চলেছে। আপনি পরিশ্রমের ফল পাবেন। ঘরের পরিবেশ শান্তি ও সুখে থাকবে। আপনি প্রেমিকের সঙ্গে ডেটেও যেতে পারেন। আপনার আয় বৃদ্ধির জন্য নতুন উৎস খুঁজে পেতে পারেন। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অর্থনৈতিক অবস্থা আরও শক্তিশালী হবে।

আরও পড়ুন

বৃশ্চিক রাশি- শুক্রের রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ হতে পারে।আপনার কর্মক্ষেত্রে বিনিয়োগ করার জন্য দারুণ পরিকল্পনা পাবেন। বেড়াতেও যেতে পারেন। আপনি পুজো-অর্চনার প্রতি খুব আগ্রহী হবেন। আপনার অর্থনৈতিক লাভ হতে পারে। আপনি কাজে সাফল্য পাবেন। দামি জিনিস কিনতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement