Advertisement

Krishna Favorite Rashi: মানুষকে আকর্ষণের আশ্চর্য ক্ষমতা, শ্রীকৃষ্ণের আশীর্বাদধন্য হয় এই ৪ রাশি

Krishna favorite zodiac signs​​​​​​​: কৃষ্ণ মানেই প্রেম, ভক্তি, স্নেহ, মায়া ও আকর্ষণশক্তি। লোকমতে, ৪ রাশির জাতকদের উপর ভগবান কৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি থাকে। ফলে তাঁদের স্বভাব হয় কোমল ও হৃদয়বান।

কৃষ্ণের প্রিয় রাশি এঁরা।কৃষ্ণের প্রিয় রাশি এঁরা।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2025,
  • अपडेटेड 7:04 PM IST
  • কৃষ্ণ মানেই প্রেম, ভক্তি, স্নেহ, মায়া ও আকর্ষণশক্তি।
  • লোকমতে, ৪ রাশির জাতকদের উপর ভগবান কৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি থাকে।
  • এঁদের মধ্যে মানুষকে সহজেই কাছে টানার ক্ষমতা থাকে।

Krishna favorite zodiac signs: কৃষ্ণ মানেই প্রেম, ভক্তি, স্নেহ, মায়া ও আকর্ষণশক্তি। লোকমতে, ৪ রাশির জাতকদের উপর ভগবান কৃষ্ণের বিশেষ কৃপাদৃষ্টি থাকে। ফলে তাঁদের স্বভাব হয় কোমল ও হৃদয়বান। এঁদের মধ্যে মানুষকে সহজেই কাছে টানার ক্ষমতা থাকে। এঁদের ব্যক্তিত্বে একটা স্বাভাবিক আকর্ষণ শক্তি থাকে। সম্পর্ক তৈরি ও টিকিয়ে রাখার ক্ষেত্রেও তাঁরা সফল হন। আসুন দেখে নেওয়া যাক, কোন কোন রাশি কৃষ্ণের প্রিয় বলে মনে করা হয়।

বৃষ রাশি: নারায়ণ বৃষ রাশির অধিপতি। তাই এই রাশির মানুষের ব্যক্তিত্বে সারল্য, স্নেহ, স্থিরতা এবং ভালবাসা প্রকাশের বিশেষ দক্ষতা থাকে। বন্ধুত্ব ও সম্পর্কের ক্ষেত্রে বৃষ রাশি খুবই আন্তরিক। এঁরা যাঁদের ভালোবাসেন, তাঁদের সুখ-দুঃখ ভাগ করে নেন। মানুষের মনে জায়গা করে নিতে পারেন খুব সহজেই।

কর্কট রাশি: কর্কট রাশির জাতক-জাতিকারা অত্যন্ত আবেগপ্রবণ এবং যত্নশীল হন। পরিবার, সম্পর্ক ও ভালোবাসার জায়গায় তাঁরা ভীষণ নিবেদিতপ্রাণ। কৃষ্ণের মায়া ও স্নেহের শক্তি এঁদের মধ্যে ঝলসে ওঠে। তাই মানুষ তাঁদের সঙ্গ পেলে নিরাপত্তা ও শান্তি অনুভব করে।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক রাশি গভীর ভাবনা, আত্মবিশ্বাস এবং রহস্যময় আকর্ষণের জন্য পরিচিত। এঁদের দৃষ্টিতে থাকে তীব্রতা, কথায় থাকে বিশেষ টান। সম্পর্কের ক্ষেত্রে এঁরা অত্যন্ত বিশ্বস্ত। কৃষ্ণের কূটনীতি ও গভীর বুদ্ধিমত্তার ছাপ এই রাশির মানুষের আচরণে দেখা যায়।

মীন রাশি: মীন রাশি প্রেম, সহানুভূতি ও আধ্যাত্মিকতার রাশি। এঁরা মানুষের কষ্ট খুব সহজেই বুঝতে পারেন। অপরের পাশে দাঁড়াতে ভালবাসেন। কৃষ্ণের স্নেহ ও ভক্তির শক্তি এঁদের হৃদয়ে বিশেষভাবে সক্রিয় বলে মনে করা হয়।

দ্রষ্টব্য: রাশি ও আধ্যাত্মিক বিষয়ভিত্তিক আলোচনাগুলি বিশ্বাস ও অভিজ্ঞতার উপর নির্ভরশীল। এটি কোনও বৈজ্ঞানিক মত নয়।

Read more!
Advertisement
Advertisement