
ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হয় জন্মাষ্টমী উৎসব। বিশ্বজুড়ে কৃষ্ণভক্তরা আনন্দ করে দিনটি উপযাপন করেন। উপবাস রেখে পুজো করেন তাঁরা। কৃষ্ণের জন্য নানা পদ তৈরি করেন। জানলে অবাক হবেন, শ্রীকৃষ্ণের প্রিয় কয়েকটি রাশি রয়েছে। এই ৪ রাশির জাতক-জাতিকারা পান কৃষ্ণকৃপা। জীবনে উন্নতির সুযোগ পান। তাঁরা সম্পদ ও সম্মান অর্জন করেন। জীবনে কোনও অসুবিধা থাকে না। সাফল্যের পথ হয় মসৃণ।
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকারা উপর থাকে শ্রীকৃষ্ণের কৃপা। এই জাতক-জাতিকারা পরিশ্রমী, সৎ এবং বুদ্ধিমান হন। জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁরা সাফল্য পান। এই রাশির জাতক-জাতিকারা কখনও আর্থিক সংকটের মুখোমুখি হন না। প্রচুর সম্পদের মালিক হন তাঁরা। ৪০ বছর বয়সের পরে তাঁদের জীবন বিলাসিতা এবং আরামে পূর্ণ হয়। পারিবারিক জীবনও সুখী হয়। সমাজে বাড়ে তাঁদের সম্মান।
ধনু রাশি- এই রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। তাঁরা বিষ্ণুর কৃপা পান। কৃষ্ণ বিষ্ণুর অবতার। তাই ধনু রাশির জাতক-জাতিকারা পান ভাগ্যের সঙ্গ। এই রাশির জাতকরা বস্তুগত সুখ পান। লাভ করেন যশ-খ্যাতি। এই রাশির জাতক-জাতিকাদের পেশাগত জীবনে পদোন্নতি, বেতন বৃদ্ধি এবং সুযোগ-সুবিধা পাওয়ার সম্ভাবনা বেশি। তাঁরা লক্ষ্যপূরণেও সিদ্ধহস্ত।
তুলা রাশি- এই রাশির অধিপতি গ্রহ শুক্র। সৌন্দর্য, প্রেম, শিল্প এবং সঙ্গীতের প্রতীক। তুলা রাশির জাতক-জাতিকারা জীবনে ভারসাম্য বজায় রাখতে পছন্দ করেন। তাঁরা ন্যায়ের পথে থাকেন। এই রাশির জাতকারা ধার্মিক এবং আবেগপ্রবণ। শ্রীকৃষ্ণ তুলা রাশিকে খুব ভালোবাসেন। তাঁর কৃপা সর্বদা থাকে। জীবনে প্রচুর নামযশ হয়। পান সুখ ও সমৃদ্ধি।
মীন রাশি- এই রাশির জাতক-জাতিকারা হন সৌভাগ্যবান। শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা জাতক-জাতিকাদের উপর থাকে। তাঁরা সহজেই জীবনে সাফল্য, সম্পদ এবং সম্মান লাভ করে। মীন রাশির জাতক-জাতিকারা পরিবারিক সুখ লাভ করেন। কাটান সুখী বিবাহিত জীবন। নাম-যশ হয় তাঁদের।