ধর্মীয় বিশ্বাস অনুসারে বৃহস্পতিবারকে বিষ্ণুর দিন হিসেবে ধরা হয়। এই দিনে বিষ্ণুর পুজো করলে আসে অর্থনৈতিক সমৃদ্ধি। এই দিনে তুলসী পূজা করলে প্রসন্ন হন বিষ্ণু। তুলসীতে দেবী লক্ষ্মী বাস করেন। নিয়মিত তুলসী পুজো করলে তিনি সন্তুষ্ট হন। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এমন ৩ রাশি রয়েছে, যেগুলির উপরে সর্বদা থাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ। সেই সব রাশির ধন ও সমৃদ্ধির কোনও অভাব হয় না। দেবী লক্ষ্মীর কৃপায় তাঁরা বাধা কাটিয়ে আর্থিক সমৃদ্ধিলাভ করেন।
সিংহ রাশি- জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই রাশির জাতক-জাতিকাদের উপর সর্বদা থাকে লক্ষ্মীর আশীর্বাদ। এই রাশির জাতক-জাতিকারা যে কাজই শুরু করেন না কেন, তাঁরা সর্বদা মা লক্ষ্মীর কৃপা পান। সব কাজে আসে সাফল্। সেই সঙ্গে সমাজে তাঁদের ভাবমূর্তিও ভালো হয়। এই রাশির জাতক-জাতিকারা সাফল্যের জন্য প্রচণ্ড আগ্রাসী হন। চেষ্টার খামতি রাখেন না। তাই মা লক্ষ্মী তাঁদের উপর সদয় হন। পরিশ্রমের দাম পান তাঁরা।
তুলা রাশি- এই রাশির জাতক-জাতিকারা লক্ষ্মীর আশিস পান। তাঁরা অর্থকড়ির ব্যাপারে খুব লাকি হন। অল্প পরিশ্রম করলেই অর্থলাভ করেন। সঞ্চয় করতেও তাঁদের জুড়ি মেলা ভার। কখনও আর্থিক সমস্যায় পড়েন না। আর্থিক সমস্যা দেখা দিলে সহজেই কাঠিয়ে ওঠেন। যে কোনও কাজই হোক না কেন তাঁরা সময়ে সেরে ফেলতে পারেন। কর্মক্ষেত্রেও তাঁদের উন্নতি হয়।
বৃষ রাশি- এই রাশির জাতক-জাতিকাদের উপর থাকে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ। সবসময় আরাম ও সুযোগ-সুবিধা পান তাঁরা। জাতক-জাতিকারা কখনও আর্থিক সমস্যায় পড়েন না। ব্যবসায় লোকসান হলেও তা পুষিয়ে দেন পরে। এই রাশির জাতক-জাতিকারা খুব বুদ্ধিমান হন। তাঁরা পরিশ্রম করতেও সিদ্ধহস্ত। কখনও পরিশ্রম থেকে বিরত থাকেন না। আর পরিশ্রম করেন বলেই তাঁরা আর্থিকভাবে লাভবান হন। পান মা লক্ষ্মীর আশিস।
আরও পড়ুন- অ, আ নামের ব্যক্তিদের দারুণ যাবে ২০২৩, কেরিয়ারে সাফল্য