Budh Gochar Rashifal 2025: হিন্দুধর্মে শিবরাত্রির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি সকলেই পালন করে থাকেন। প্রতিবছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে মহা শিবরাত্রির উপোস করেন সকলে। চলতি বছর মহা শিবরাত্রি পালিত হবে ২৬ ফেব্রুয়ারি। মহা শিবরাত্রি দিন বুধ কুম্ভ রাশিতে উদিত হবে। বুধের উত্থানে কিছু রাশির জাতক-জাতিকাদের ভাগ্যের দ্বার খুলতে চলেছে। এসময় কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, কারাই বা মনের মানুষের দেখা পাবেন, জানুন।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকাদের উপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। কোনও কাজে পিছিয়ে যাবেন না আপনি। এমনকি মহাদেবের বিশেষ কৃপাও পাবেন। চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। ব্যবসাতেও সফলতা আসবে। যারা সোনা ব্যবসা করছেন তাদের জীবনে অত্যন্ত শুভ সময়। এসময় ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাই আয়ের উৎস খুঁজে পাবেন আপনি। তবে মাথা ঠান্ডা রেখে সব গুরুত্বপূর্ণ কাজ করবেন আপনি।
মিথুন রাশি
মিথুন রাশির জাতক-জাতিকাদের ওপর বুধ গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় পরিবারের সঙ্গে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। ভগবান শিব ও বুধের শুভ প্রভাব পড়বে আপনার ওপর। ব্যবসায় আপনার অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। নতুন ব্যবসাতেও এগিয়ে যেতে পারবেন। কর্মজীবন ও ব্যবসায় দ্রুত অগ্রগতি দেখতে পাবেন। এই সময়ে আপনি আপনার কাজের জায়গায় আমূল পরিবর্তন আনতে পারবেন। নতুন ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, ভালো লাভ করতে পারবেন আপনি। তাছাড়া এই সময় আপনি যদি পাইকারি কোনও ব্যবসা করেন, সেখানেও সাফল্য পাবেন।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের দ্বিতীয় ঘরে উত্থান হবে বুধ গ্রহের। এসময় আপনারা পিতামাতার বিশেষ আশীর্বাদ পাবেন। অর্থ সংক্রান্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এসময় কর্মজীবনে অগ্রগতি সম্ভাবনা রয়েছে আপনার। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বন্ধুর সাহায্যে এই সময়ে আপনি একটি ভালো চাকরির খবর পেতে পারেন। তাছাড়া আগের চেয়ে আপনার মানসিক চাপ অনেক কমবে। জমি সংক্রান্ত কাজে আপনি অনেক লাভ করতে পারবেন। এসময় সব কাজ মাথা ঠান্ডা রেখে করবেন। তাছাড়া বিবাহিত জীবন সুখী হবেন এই রাশির ব্যক্তিরা। আপনার শুভাকাঙ্ক্ষীরা আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন। আপনি ঘরে ও বাইরের মানুষের কাছ থেকে সহযোগিতা ও সমর্থন পাবেন।