Advertisement

Zodiac: আসছে শুভ সময়! লক্ষ্মী-নারায়ণ যোগে প্রচুর সম্পদ বৃদ্ধি ৪ রাশির

Zodiac: আরাম ও বিলাসের কারক শুক্র গ্রহ ১৮ জুন তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। বিশেষ বিষয় হল বুধ গ্রহ ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহের মিলনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুই গ্রহের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগ ব্যক্তির সম্পদ বৃদ্ধি করে। জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকার জন্য শুক্র গ্রহের স্থানান্তর খুবই শুভ হবে।

আসছে শুভ সময়! লক্ষ্মী-নারায়ণ যোগে প্রচুর সম্পদ বৃদ্ধি ৪ রাশির
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Jun 2022,
  • अपडेटेड 1:56 PM IST

Zodiac: আরাম ও বিলাসের কারক শুক্র গ্রহ ১৮ জুন তার নিজস্ব রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। বিশেষ বিষয় হল বুধ গ্রহ ইতিমধ্যেই এই রাশিতে উপস্থিত রয়েছে। জ্যোতিষশাস্ত্রে এই দুটি গ্রহের মিলনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দুই গ্রহের মিলনে লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়। এই যোগ ব্যক্তির সম্পদ বৃদ্ধি করে। জেনে নিন কোন কোন রাশির জাতক জাতিকার জন্য শুক্র গ্রহের স্থানান্তর খুবই শুভ হবে।


মেষ ARIES

শুক্রের গমন আপনার পরিবার এবং সম্পদের জন্য খুব শুভ প্রমাণিত হবে। আপনার পরিবারে সুখের পরিবেশ থাকবে। পরিবারে কোনও চাহিদাপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। অংশীদারিত্ব সংক্রান্ত কাজে সাফল্য আসবে। ব্যবসায় অগ্রগতি হবে। উন্নতির নতুন সুযোগ পাওয়া যাবে। শ্বশুরবাড়ির পক্ষ থেকে সুখবর পেতে পারেন।


কর্কট CANCER

শুক্র গ্রহের ট্রাঞ্জিটের সময় আপনার আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পদোন্নতি পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। আপনি বিভিন্ন উৎস থেকে অর্থ পেতে পারেন। যাদের টাকা কোথাও আটকে আছে তারা টাকা পেতে পারেন। আপনি যদি শেয়ার মার্কেট ইত্যাদিতে বিনিয়োগ করতে চান তবে এই সময়টি আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হবে।


সিংহ LEO

এই রাশির জাতকরা কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বস আপনার কাজে খুশি হবেন। কর্মজীবনে অনেক ভালো সুযোগ পেতে পারেন। ভাগ্য আপনাকে সব কিছুতে সঙ্গ দেবে। স্বাস্থ্য ভালো থাকবে। বিভিন্ন মাধ্যমে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।


মীন PISCES

কর্মক্ষেত্রে প্রচুর আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের পরিচয় তৈরি করতে পারবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। যারা বিদেশে যাওয়ার কথা ভাবছেন, তাদের স্বপ্ন পূরণ হবে।


** এই প্রতিবেদন সার্বিক গণার ভিত্তিতে লেখা। ব্যক্তি বিশেষে ফল ভিন্ন হতে পারে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement