Deepawali 2025 Rashifal: এই বছর দীপাবলি পড়ছে ২০ অক্টোবর, সোমবার। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দীপাবলিতে পাঁচটি রাশির জাতক জাতিকারা দেবী লক্ষ্মীর বিশেষ কৃপা পাবেন। তুলা, ধনু-সহ পাঁচ রাশির জীবনে আসতে চলেছে উন্নতি, ধনলাভ ও সুখের সময়। লক্ষ্মী-নারায়ণ রাজযোগের বিরল সংমিশ্রণে এই রাশিগুলির ভাগ্য দীপাবলির পর অন্তত ছয় মাস ধরে উজ্জ্বল থাকবে বলে মনে করা হচ্ছে।
বৃষ
এই দীপাবলিতে বৃষ রাশির জাতকদের জন্য সময় খুবই শুভ। শুক্র গ্রহের প্রভাবে এই রাশি আর্থিক দিক থেকে লাভবান হবে। পুরনো সমস্যার সমাধান মিলবে, আটকে থাকা অর্থ ফেরত আসতে পারে। যারা দীর্ঘদিন কোনও বাধার মুখে পড়েছেন, তাঁদের জন্য এই দীপাবলি খুলে দিতে পারে সৌভাগ্যের দরজা।
মিথুন
নতুন সুযোগ ও সাফল্যের ইঙ্গিত দিচ্ছে এই দীপাবলি। কর্মজীবনে উন্নতি, ব্যবসায় লাভ, এবং সম্পদ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যাঁদের কোথাও টাকা আটকে আছে, তাঁরা তা ফেরত পেতে পারেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এটি কর্ম ও ব্যবসায়িক ক্ষেত্রে নতুন অধ্যায় শুরু করার সময়।
তুলা
তুলা রাশির জন্য দীপাবলি ২০২৫ হয়ে উঠতে পারে এক মোড় ঘোরানো সময়। দেবী লক্ষ্মীর আশীর্বাদে ক্যারিয়ারে নতুন সুযোগ মিলবে, কাঙ্ক্ষিত সাফল্যও আসবে হাতে। যারা চাকরি পরিবর্তনের ভাবনায় আছেন বা ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছেন, তাঁদের জন্য সময়টি অনুকূল।
ধনু
বৃহস্পতির শুভ প্রভাবে ধনু রাশির জাতকরা দীপাবলির রাতে পাবেন নতুন আলো। আর্থিক সীমাবদ্ধতা দূর হবে, আয়ের নতুন উৎস খুলে যাবে। তরুণদের জন্য এটি কেরিয়ারে উন্নতির সময়। সম্পত্তি কেনা-বেচা বা বিনিয়োগের ক্ষেত্রেও শুভ সময় চলছে। পারিবারিক শান্তি বৃদ্ধি পাবে, মানসিক প্রশান্তিও মিলবে।
কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জন্য দীপাবলি আনতে চলেছে সৌভাগ্য। যারা শেয়ার বাজারে বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি লাভজনক হতে পারে। আর্থিক উন্নতির পাশাপাশি শিক্ষা ও বিদেশ যাত্রার সুযোগ তৈরি হবে। দীর্ঘদিনের সমস্যা কেটে গিয়ে জীবনে আসবে নতুন গতি ও সাফল্য।