Advertisement

Laxmi Narayana Rajyog 2026: ৬ ফেব্রুয়ারি থেকে শক্তিশালী লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, খুলে যাবে চার রাশির ভাগ্য

Laxmi Narayana Rajyog 2026: এই রাজযোগের প্রভাবে বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন মিথুন, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির জাতকরা। অর্থাগম, মানসিক স্থিতি ও জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

লক্ষ্মী নারায়ণ যোগলক্ষ্মী নারায়ণ যোগ
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 25 Jan 2026,
  • अपडेटेड 1:12 AM IST

Laxmi Narayana Rajyog 2026: ফেব্রুয়ারির শুরুতেই জ্যোতিষশাস্ত্রে তৈরি হতে চলেছে এক অত্যন্ত শুভ রাজযোগ। আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কুম্ভ রাশিতে গঠিত হবে শক্তিশালী লক্ষ্মী-নারায়ণ রাজযোগ। তার আগেই ৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করবে বুধ, আর ৬ ফেব্রুয়ারি সেখানে যোগ দেবে শুক্র। বুধ ও শুক্রের এই মিলনেই তৈরি হবে রাজযোগ। বর্তমানে কুম্ভ রাশিতেই অবস্থান করছে রাহু, ফলে এই যোগের প্রভাব আরও তীব্র হবে বলে মনে করছেন জ্যোতিষীরা।

এই রাজযোগের প্রভাবে বিশেষ ভাবে লাভবান হতে চলেছেন মিথুন, বৃশ্চিক, মকর ও কুম্ভ রাশির জাতকরা। অর্থাগম, মানসিক স্থিতি ও জীবনে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

মিথুন রাশি
রাজযোগ গঠনের পর মিথুন রাশির জাতকদের জীবনে নতুন আয়ের রাস্তা খুলতে পারে। খরচ বাড়লেও আয়ের ঘাটতি হবে না। ব্যবসায় লাভের অঙ্ক দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন সুখের থাকবে এবং প্রেমের সম্পর্কেও আসবে স্থিরতা।

আরও পড়ুন

বৃশ্চিক রাশি
৬ ফেব্রুয়ারির পর থেকে বৃশ্চিক রাশির জাতকদের সময় ঘুরতে শুরু করবে। আর্থিক দিক থেকে স্বস্তি মিলবে। চাকরিজীবীদের আয় বাড়তে পারে। ব্যবসায়িক সফর থেকে বড় লাভের চুক্তি হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে এবং দীর্ঘদিন আটকে থাকা কাজ দ্রুত সম্পন্ন হবে।

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য ফেব্রুয়ারি মাস আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ। পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। খরচ নিয়ন্ত্রণে থাকবে, ঋণের চাপও কমবে। মানসিক অশান্তি কাটবে এবং ভাগ্যের সহায়তায় ধীরে চলা কাজেও গতি আসবে।

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকদের জন্য এই রাজযোগ বিশেষ গুরুত্বপূর্ণ। নিজের লগ্নেই লক্ষ্মী-নারায়ণ রাজযোগ গঠিত হওয়ায় রাহু বা শনির সাড়েসাতির প্রভাব থেকে আর্থিক মুক্তি মিলতে পারে। অপ্রত্যাশিত অর্থলাভ, পারিবারিক সম্পত্তিতে অংশ এবং দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement