Advertisement

Love Rashifal 2026: নতুন বছরেই হতে পারে প্রেম, বিয়ের বিচ্ছেদ! সম্পর্কের ক্ষেত্রে বিপদে এই ৩ রাশি

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরে সতর্ক থাকতে হবে ৩ রাশির জাতক-জাতিকাকে। কারণ প্রেমের সম্পর্কে নেমে আসতে পারে মারাত্মক বিপর্যয়। যে কোনও সম্পর্কে ঝগড়া, তর্কা তর্কি হয়েই থাকে। আসলে দুই জন একেবারে অচেনা ব্যক্তি একে অপরকে চিনতে শুরু করলে তাঁদের মধ্যে ঠোকাঠুকি লাগাটা স্বাভাবিক।  তবে তা সম্পর্ক নষ্ট করলে সতর্ক হতেই হবে।

লাভ রাশিফললাভ রাশিফল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Nov 2025,
  • अपडेटेड 1:50 PM IST

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শুরু হবে নতুন বছর। নতুন বছরে সতর্ক থাকতে হবে ৩ রাশির জাতক-জাতিকাকে। কারণ প্রেমের সম্পর্কে নেমে আসতে পারে মারাত্মক বিপর্যয়। যে কোনও সম্পর্কে ঝগড়া, তর্কা তর্কি হয়েই থাকে। আসলে দুই জন একেবারে অচেনা ব্যক্তি একে অপরকে চিনতে শুরু করলে তাঁদের মধ্যে ঠোকাঠুকি লাগাটা স্বাভাবিক।  তবে তা সম্পর্ক নষ্ট করলে সতর্ক হতেই হবে।

শাস্ত্রমতে, ২০২৬-এ তিন রাশির ব্যক্তিদের জীবনে সম্পর্কের ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে। সে প্রেমিক-প্রেমিকা হোক বা স্বামী-স্ত্রী। কোনও বিষয় নিয়ে এমন জটিলতা তৈরি হতে পারে যা বিচ্ছেদ পর্যন্ত গড়ানোর আশঙ্কাও থাকতে পারে। দেখে নিন তালিকায় কোন কোন রাশি রয়েছে দেখে নিন। 

বৃশ্চিক: এই রাশির জাতক জাতিকারা প্রতিশোধপরায়ণ ও একটু চাপা হন। এঁরা এঁদের খারাপ লাগা মুখ ফুটে প্রকাশ করতে পারেন না। ফলে একটা সময়ের পর যখন আর চাপতে পারেন না, তখন এঁদের প্রতিক্রিয়াটা একটু বাড়াবাড়ি পর্যায় চলে যায়। এই কারণে ২০২৬-এ এঁদের সম্পর্কক্ষেত্রে নানা সমস্যা দেখা দিতে পারে। তবে সবটাই শান্ত মাথায় সামলাতে হবে। সঙ্গীর সঙ্গে কোনও মতে দূরত্ব সৃষ্টি হতে দেওয়া যাবে না। তা হলে সমস্যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। 

মকর: মকর রাশির জাতক-জাতিকাদেরও নতুন বছরে নিজেদের সম্পর্ক নিয়ে একটু সচেতন থাকতে হবে। সঙ্গীর সঙ্গে কথা বোলার সময় খুব সতর্ক থাকতে হবে। কথায় কথায় মাথা গরম করা একেবারেই যাবে না। রাগ যতটা সম্ভব নিজের বশে রাখতে পারবেন, ততই আপনার ভাল হবে। না হলে সম্পর্কে এমন জটিলতা দেখা দেবে যা বিচ্ছেদের পথে নিয়ে যেতে পারে। তখন আর শত চেষ্টা করেও মনের মানুষকে ফেরাতে পারবেন না।

মীন: মীন রাশির ব্যক্তিদের উদাসীনতাই ২০২৬-এ তাঁদের সম্পর্কের বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। সঙ্গীর ভাল লাগা, খারাপ লাগার দিকে একটু নজর দিতে হবে। এরই সঙ্গে নিজের আবেগকে লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে। না হলে সঙ্গী আপনাকে ভুল বুঝতে পারেন। ফলত সম্পর্কে দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। সেই দূরত্ব ঘোচানোর চেষ্টা না করে যদি নিজের খেয়ালেই মেতে থাকেন তা হলে বিচ্ছেদ হলেও হতে পারে।

Advertisement
Read more!
Advertisement
Advertisement