হিন্দু ধর্মে বৃহস্পতিবার দিনটিকে মা লক্ষ্মীর বার বলে উৎসর্গ করা হয়েছে। এইদিন মা লক্ষ্মীর বিধি মেনে পুজো করা হয়। আবার কিছুজন এইদিন ব্রতও রাখেন। ভক্তের ওপর মা লক্ষ্মীর কৃপা পড়লে তাঁর কখনও টাকা-পয়সার অভাব হয় না, সেই ব্যক্তি খুব উন্নতি করে। কিন্তু মা লক্ষ্মীর কৃপা যদি কেউ না পায়, তাহলে তাঁর জীবনে আর্থিক দুর্দশা নেমে আসে। তবে ১২টি রাশির মধ্যে কিছু রাশি লক্ষ্মীদেবীর খুবই প্রিয়। আসুন দেখে নিই তারা কারা।
বৃষ রাশি
মা লক্ষ্মীর বিশেষ কৃপা পায় এই রাশির জাতকেরা। এই রাশির অধিপতি শুক্র গ্রহ, যাকে ধন ও সম্পত্তির প্রতীক বলে মনে করা হয়। বৃষ রাশির জাতকরা পরিশ্রমী হন এবং নিজের পরিশ্রমের দ্বারা সব জায়গায় সফল হন। এরা ব্যবসায় লাভ করতে পারেন। মা লক্ষ্মীর কৃপায় এদের কাছে কখনও অর্থের অভাব হয় নায
সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য আর সিংহ রাশিকে গ্রহদের রাজা বলা হয়ে থাকে। সিংহ রাশির জাতকেরা খুব দৃঢ় মনোভাবের হয়। এদের মস্তিষ্ক হয় খুব তেজ। নিজের পরিশ্রমে সব কাজে সফল হন এরা। মা লক্ষ্মীর আশীর্বাদে এদের আর্থিক পরিস্থিতি সব সময় ভাল থাকে আর এদের কখনও কোনও আর্থিক সহায়তার প্রয়োজন পড়ে না।
তুলা রাশি
এই রাশির অধিপতি শুক্র গ্রহ, যাকে অর্থ ও ঐশ্বর্যের কারক বলে মনে করা হয়। এই রাশির জাতকদের ওপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। এই জাতকদের কাছে সব সময় সুখ-সম্পদ থাকে আর মা লক্ষ্মীদের কৃপায় কখনও আর্থিক সঙ্কট আসে না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল গ্রহ। যাকে সাহস ও শক্তির প্রতীক বলে মনে করা হয়। এই রাশির জাতকেরা পরিশ্রমী ও সাহসী হয়। মা লক্ষ্মী এদের ওপর খুবই প্রসন্ন হন আর এদের পরিশ্রমের ফল খুব কম বয়সেই পেয়ে থাকেন। এদের কাছে ধন-সম্পত্তির কোনও কমতি থাকে না।
মীন রাশি
মীন রাশির জাতকেরাও মা লক্ষ্মীর খুব প্রিয় হয়ে থাকেন। এই লোকেরা নিজের পরিশ্রমে মা লক্ষ্মীকে প্রসন্ন করে। এদের আর্থিক পরিস্থিতি সব সময় মজবুত হয় আর এরা পৈতৃক সম্পত্তিও পেয়ে থাকেন।