Advertisement

Jupiter Opposition 2026: আজ রাতে বৃহস্পতি-পৃথিবী কাছাকাছি, কিছু ঘণ্টা পরই ৪ রাশির 'অচ্ছে দিন' শুরু

৯টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে। আবার ৯টি গ্রহের মধ্যে সবচেয়ে বড় হওয়ার কারণে বৃহস্পতিকে সৌরমণ্ডলের মহারাজাও বলা হয়। ১০ জানুয়ারি ২০২৬-এর রাতের আকাশে বৃহস্পতির অবস্থান খুবই বিশেষ হতে চলেছে। আসলে, দেবগুরু বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে, আপনি পরিষ্কারভাবে এই গ্রহটিকে দেখতে পারবেন।

বৃহস্পতি-পৃথিবী কাছাকাছি আজ রাতেবৃহস্পতি-পৃথিবী কাছাকাছি আজ রাতে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 3:20 PM IST
  • ৯টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে।

৯টি গ্রহের মধ্যে বৃহস্পতিকে দেবগুরু বলা হয়ে থাকে। আবার ৯টি গ্রহের মধ্যে সবচেয়ে বড় হওয়ার কারণে বৃহস্পতিকে সৌরমণ্ডলের মহারাজাও বলা হয়। ১০ জানুয়ারি ২০২৬-এর রাতের আকাশে বৃহস্পতির অবস্থান খুবই বিশেষ হতে চলেছে। আসলে, দেবগুরু বৃহস্পতি পৃথিবীর খুব কাছাকাছি চলে আসবে, আপনি পরিষ্কারভাবে এই গ্রহটিকে দেখতে পারবেন। পুরো রাত জুড়ে দেবগুরুকে উজ্জ্বল নক্ষত্রের মতো দেখতে পাওয়া যাবে, একে  Jupiter Opposition 2026 বলা হবে। আর পৃথিবীর এত কাছে বৃহস্পতি আসার ফলে ৪ রাশির জীবনে শুভ সময় আসবে। 

জ্যোতিষ মতে, বৃহস্পতিকে ভাগ্য, যশ, ধন, আয়ু ও বৃদ্ধির কারক বলা হয়। গুরুর পৃথিবীর এত কাছে আসার ফলে ৪ রাশির ওপর দেবগুরুর শুভ দৃষ্টি পড়বে আর যার ফলে তাঁদের ভাগ্য চমকাবে। 

মেষ রাশি
গুরুর সোজা নজরে থাকায় মেষ রাশির কেরিয়ার ভাল হবে। এঁরা নতুন সুযোগ পেতে চলেছেন। পদোন্নতি পেতে পারেন। দীর্ঘ সময় ধরে যে খবর পাওয়ার আশায় ছিলেন, তা পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়কাল খুবই ভাল। 

সিংহ রাশি
গুরুর শুভ দৃষ্টিতে সিংহ রাশির মান-সম্মান বাড়বে। হঠাৎ করে অর্থলাভ হবে। পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। বিনিয়োগের জন্য এই সময়কাল শুভ। যে সব পড়ুয়ারা বিদেশে যেতে চাইছেন, তাঁদের স্বপ্ন পূরণ হবে। 

ধনু রাশি
ধনু রাশির জন্য এই সময় খুবই শুভ। শিক্ষা, প্রতিযোগী পরীক্ষার্থী ও কেরিয়ার সংক্রান্ত মামলায় সফলতা পাবেন। বিদেশ সফরে নতুন সুযোগ পাবেন। ভাগ্যের সঙ্গ পাবেন। 

কুম্ভ রাশি
কুম্ভ রাশির জন্য বৃহস্পতির এই শুভ যোগ তাঁদের আর্থিক দিককে মজবুত করবে। বিনিয়োগ থেকে লাভ হবে আর আয়ের নতুন উৎস তৈরি হবে। জীবনে স্থিরতা ও ইতিবাচক চিন্তাভাবনা বাড়বে। 

Read more!
Advertisement
Advertisement