Advertisement

Mahashivratri Rashifal 2023: মহাশিবরাত্রিতে ৬ রাশির কাটবে শনির দোষ, কেরিয়ারে উন্নতি-অর্থলাভ

এবার শিবরাত্রি পড়েছে শনিবার। ওই দিনই পড়েছে শনি প্রদোষ ব্রত। সন্তানপ্রাপ্তির জন্য এই ব্রত করা হয়। ওই দিন কুম্ভ রাশিতে শনি ও সূর্য একইসঙ্গে থাকবেন। এই শুভ যোগের কারণ ৫ রাশির কপাল খুলবে। 

Shiv Rashifal 2023: শিবরাত্রি রাশিফল ২০২৩। Shiv Rashifal 2023: শিবরাত্রি রাশিফল ২০২৩।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Feb 2023,
  • अपडेटेड 7:08 AM IST
  • এবার শিবরাত্রি পড়েছে শনিবার। ওই দিনই পড়েছে শনি প্রদোষ ব্রত।
  • ৬ রাশির কেরিয়ারে তুঙ্গ সাফল্য।

১৮ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি। ওই দিন নিষ্ঠাভরে শিবসাধনা করলে ভক্তদের মনস্কামনা পূরণ হয়। দূর হয় শনি দোষ। ভোলেবাবার কৃপায়  সমস্ত কষ্ট দূর হবে। সুখ-সমৃদ্ধি, বৈভব ও ঐশ্বর্য পান ভক্তরা। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, এবার শিবরাত্রি পড়েছে শনিবার। ওই দিনই পড়েছে শনি প্রদোষ ব্রত। সন্তানপ্রাপ্তির জন্য এই ব্রত করা হয়। ওই দিন কুম্ভ রাশিতে শনি ও সূর্য একইসঙ্গে থাকবেন। এই শুভ যোগের কারণ ৫ রাশির কপাল খুলবে। 

মেষ- মহাশিবরাত্রিতে গঠিত শুভ যোগ মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য সুখকর হতে চলেছে। কর্মজীবন সাফল্য পাবেন। আপনি যে কাজ করছেন তাতে সাফল্য অর্জন করবেন।  এই সময়ে অর্থ সংক্রান্ত বিষয় আপনার পক্ষে হতে পারে। নতুন চাকরি পাওয়ার যোগ।  এই সময়ে ধৈর্য ধরে কাজ করুন। রাগ এড়িয়ে চলুন। কাজে সাফল্য আসবে। ব্যবসার সঙ্গে জড়িতরাও লাভবান হবেন। 

বৃষ- শিবের কৃপায় বহুদিন ধরে আটকে থাকা সমস্ত কাজ শেষ হতে চলেছে। চাকরি পরিবর্তনের চেষ্টা করলে সাফল্য আসতে পারে। ব্যক্তিগত জীবনে ঝামেলা দূর হবে। থাকবে সুখ ও শান্তি। অবিবাহিতরা উপযুক্ত সঙ্গী পেতে পারেন।অর্থপ্রাপ্তির কারণে আপনার আর্থিক সংকট কেটে যাবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শিব বৃষ রাশির মানুষের উপর আশীর্বাদ বর্ষণ করতে চলেছেন। এই সময়ে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। শিবের কৃপায় ব্যক্তির সম্পদ বৃদ্ধি পাবে। ব্যবসায় অগ্রগতি হবে। অর্থ সাশ্রয়ে সাফল্য আসবে। আপনি যদি কোথাও বিনিয়োগের কথা ভাবছেন তবে এই সময়টি অনুকূল। প্রেম জীবন দুর্দান্ত হবে।

আরও পড়ুন

তুলা- এবারের মহাশিবরাত্রি তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কর্মজীবন সম্পর্কিত সমস্যার সমাধান হবে। আপনি আর্থিকভাবে লাভবান হবেন। এই সময়ে আপনার পেশাগত জীবনের সঙ্গে সম্পর্কিত যে সিদ্ধান্তই নিন না কেন, তাতে  আপনি উপকৃত হবেন। জীবনে সুখ বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে থাকবে সখ্যতা। স্ত্রীর পরামর্শ নিয়ে কোথাও অর্থ বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ দেবে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, ব্যাঙ্ক-ব্যালেন্স বাড়বে। শিবের কৃপায় সকল ইচ্ছা পূরণ হবে।

Advertisement

ধনু- ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য মহাশিবরাত্রির এই উৎসব জীবনে সুখ আনবে। আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। জীবিকা সংক্রান্ত প্রতিটি কাজে আসবে সাফল্য। এই সময়ে আপনার জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে। ব্যবসায় ভাল লাভ হবে। ব্যবসায় হঠাৎ অর্থ বৃদ্ধি হতে পারে। মহাশিবরাত্রিতে ধনু রাশির জাতক-জাতিকাদের উপর বিশেষ আশীর্বাদ থাকবে শিবের। এই সময়ে ব্যক্তির অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। যে কোনও অপূর্ণ ইচ্ছা এই দিনে পূরণ হতে পারে। কর্মজীবনে উচ্চ অবস্থান অর্জন করবেন। পাশাপাশি কাজের ক্ষেত্রেও প্রশংসিত হবেন। আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হচ্ছে।

কুম্ভ- এই রাশির জাতক-জাতিকারা শিবের আশীর্বাদে তাঁদের কর্মজীবনে দুর্দান্ত সুযোগ পেতে চলেছেন। তাঁদের কর্মজীবনের সঙ্গে সঙ্গে পরিবারের সমস্যাগুলিও দূর হবে। দীর্ঘদিন ধরে চলা আর্থিক সংকট কেটে যাবে। আপনার জীবনে সুখ প্রবেশ করবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। আপনার আর্থিক অবস্থান শক্তিশালী হবে। যাঁরা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাঁরা উত্তম সুযোগ পাবেন। মহাশিবরাত্রির দিনে বিরল যোগে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নতি হবে। হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা আছে। শেষ হবে আটকে থাকা কাজ। 

মিথুন- মহাশিবরাত্রির সময় মিথুন রাশির জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। ভোলেনাথের কৃপায় পুরনো সমস্যা থেকে মুক্তি পাবেন। সেই সঙ্গে চাকরিজীবীদের জন্যও এই সময়টা খুব ভালো হবে। আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। ব্যবসাতেও সুখবর পেতে পারেন। শিবের কৃপায় আপনার আর্থিক অবস্থারও উন্নতি হবে। 

Read more!
Advertisement
Advertisement