Advertisement

Ruchak Mahapurush Rajyog 2026: সংক্রান্তির পর মঙ্গল শক্তি বাড়াবে চারগুণ, ১৬ জানুয়ারি থেকে ৫ রাশির বিপুল আর্থিক লাভ

জ্য়োতিষ মতে, ২০২৬ সাল শুরুই হবে একাধিক বড় পরিবর্তন নিয়ে। মকর সংক্রান্তির পর গ্রহদের চালের ফলে এমন কিছু যোগের সৃষ্টি হবে, যা দীর্ঘ সময় ধরে কিছু রাশির জন্য ভাগ্যের দরজা খুলে দেবে। এই সময় শক্তি, সাহস ও সফলতার প্রতীক গ্রহ মঙ্গল তাঁর সর্বশ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে চলেছে।

মঙ্গল গোচরে রুচক রাজযোগমঙ্গল গোচরে রুচক রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 12:30 PM IST
  • জ্য়োতিষ মতে, ২০২৬ সাল শুরুই হবে একাধিক বড় পরিবর্তন নিয়ে।

জ্য়োতিষ মতে, ২০২৬ সাল শুরুই হবে একাধিক বড় পরিবর্তন নিয়ে। মকর সংক্রান্তির পর গ্রহদের চালের ফলে এমন কিছু যোগের সৃষ্টি হবে, যা দীর্ঘ সময় ধরে কিছু রাশির জন্য ভাগ্যের দরজা খুলে দেবে। এই সময় শক্তি, সাহস ও সফলতার প্রতীক গ্রহ মঙ্গল তাঁর সর্বশ্রেষ্ঠ অবস্থানে পৌঁছাতে চলেছে। যার ফলে এক শক্তিশালী রাজযোগের নির্মাণ হবে। এই বিশেষ যোগের শুভ ফল পেতে চলেছেন পাঁচ রাশির জাতকেরা। 

১৬ জানুয়ারি ২০২৬-এর ভোর ৪টে ২৭ মিনিটে মঙ্গল ধনু রাশি ছেড়ে মকরে প্রবেশ করবে। মকর রাশি মঙ্গলের উচ্চ রাশি বলে পরিচিত, যেখানে পৌঁছাতেই মঙ্গল তাঁর পূর্ণ শক্তিতে এসে যাবে। এই গোচরের সঙ্গে পঞ্চ মহাপুরুষ যোগে সামিল হবে রুচক রাজযোগও। এই যোগ ব্যক্তির আত্মবিশ্বাস, পরাক্রম, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও নেতৃত্ব গুণকে মজবুত করে। মকর রাশিতে অবস্থিত মঙ্গলকে খুবই প্রভাবশালী বলে মনে করা হচ্ছে। এই রুচক রাজযোগ ২৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত থাকবে। এই পুরো সময়কালে পদ-প্রতিষ্ঠায় বৃদ্ধি, কেরিয়ারে উন্নতি ও আর্থিক দিক থেকে লাভের প্রবল সঙ্কেত রয়েছে। সমাজে মান-সম্মান বাড়বে আর অনেকে তাঁদের পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। বিশেষ করে ৫ রাশি ভীষণভাবে উপকৃত হবেন। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের জন্য এই যোগ অত্যন্ত শুভ বলে প্রমাণিত হবে। কারণ মঙ্গল আপনার অধিপতি গ্রহ। দীর্ঘ সময় ধরে আটকে থাকা পদোন্নতি এবার পেতে পারেন আর নতুন চাকরির প্রস্তাবও আসতে পারে। আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আপনাকে। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য এই সময়কাল অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করার আভআস দিচ্ছে। আর্থিক সমস্যা থেকে রেহাই পাবেন। হঠাৎ করে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। প্রতিযোগীতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের এই সময় ইতিবাচক পরিণাম দেখতে পাওয়া যাবে। 

সিংহ রাশি
সিংহ রাশির জাতকদের জন্য জীবনে কেরিয়ার সংক্রান্ত বড় পরিবর্তন দেখতে পাওয়া যাবে। প্রশাসন, প্রবন্ধন ও সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকেদের উচ্চপদ প্রাপ্ত হবে। আপনার সামাজিক প্রতিষ্ঠা বাড়বে এবং আমদানির নতুন রাস্তা খুলে যাবে। 

Advertisement

বৃশ্চিক রাশি
বৃশ্চিকের ওপর মঙ্গলের বিশেষ কৃপা থাকবে। আত্মবিশ্বাস জবরদস্ত বাড়বে। জমি, বাড়ি বা কোনও গাড়ি কিনতে পারেন এই সময়। পারিবারিক জাবনে সুখ-শান্তি বজায় থাকবে। 

মকর রাশি
মকর রাশির জাতকদের জন্য এই রাজযোগ অধিক প্রভাবশালী হবে। কারণ মঙ্গল আপনার রাশির উচ্চপদে অবস্থান করছে। ব্যবসায় বড় চুক্তি চূড়ান্ত হতে পারে। পরিশ্রমের ফল প্রত্যাশার থেকে বেশি পেতে পারেন। কেরিয়ারের সঙ্গে যুক্ত বড় কোনও উপলব্ধি আপনাকে খ্যাতি এনে দিতে পারে। 

 

Read more!
Advertisement
Advertisement