Advertisement

Mangal Ketu Yuti: সিংহ রাশিতে একসঙ্গে মঙ্গল-কেতু, আগামী ১ মাস সাবধানে থাকতে হবে এই ৩ রাশিকে

২৮ জুলাই পর্যন্ত সিংহ রাশিতে একসঙ্গে অবস্থান করবে মঙ্গল এবং কেতু। এর প্রভাব পড়তে ৩ রাশির জীবনে। আগামী এক মাস খুব সাবধানে থাকতে হবে এই ৩ রাশিকে। কোন কোন রাশির জাতক রয়েছেন এই তালিকায়?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2025,
  • अपडेटेड 8:44 AM IST
  • সিংহ রাশিতে একসঙ্গে অবস্থান করবে মঙ্গল এবং কেতু
  • ২৮ জুলাই পর্যন্ত থাকবে এর প্রভাব
  • সাবধানে থাকতে হবে এই ৩ রাশিকে

২৮ জুলাই পর্যন্ত সিংহ রাশিতে থাকবে মঙ্গল এবং কেতুর সংযোগ। আগামী ১ মাস কয়েকটি রাশিকে খুব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। 

জ্যোতিষ শাস্ত্র মতে, যে কোনও গ্রহের চলন বদলানো অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়। এর এই চলন বদলের প্রভাব পড়ে সমস্ত মানুষের জীবনে। 

৩০ জুন অর্থাৎ সোমবার ১৮ বছর বাদে মঙ্গল এবং কেতু সিংহ রাশির কাছাকাছি এসেছে। এই সংযোগ ২৮ জুলাই পর্যন্ত থাকবে সিংহ রাশিতে। এর প্রভাব বেশিরভাগটাই হবে নেতিবাচক। 

মেষ: মঙ্গল, কেতুর সংযোগে মেষ রাশির জাতকদের স্বাস্থ্য আচমকা খারাপ হতে পারে। চড়াই উতরাই আসবে জীবনে। ব্যবসায় লোকসানের মুখোমুখি হতে হবে। ভবিষ্যতে এর প্রভাব পড়বে অনেকটাই। দীর্ঘসময় ধরে আর্থিক সমস্যা ভোগ করতে হবে। কোনও বিনিয়োগ এই সময় না করাই ভাল। এই মিলন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিপর্যয়কর প্রমাণিত হতে পারে। যেকোনও ক্ষেত্রে সাফল্য পেতে খুব কঠোর পরিশ্রম করতে হতে পারে। বৈবাহিক জীবনে পতন হতে পারে। সন্তানদের কাছ থেকে খারাপ খবর পেতে পারেন। আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন।

সিংহ: পৈতৃক সম্পত্তির সঙ্গে জড়িত নানা সমস্যার সম্মুখীন হতে হবে সিংহ রাশির জাতকদের। শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। অহংকার করলে চলবে না। পার্টনারের সঙ্গে বচসা হবে এই রাশির জাতকদের। কোনও বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া বিনিয়োগ করবেন না। কারও নিন্দা করা আগে সাবধান হন। 

কন্যা: কন্যা রাশির জাতকদের নিজের মুখে লাগাম পরাতে হবে। ব্যবসায়ে সঙ্কট আসতে পারে যার জেরে আর্থিক পরিস্থিতি টলমল হবে। কোনও জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে ১০ বার ভাবুন। জীবনসঙ্গীর সঙ্গে দূরত্ব বাড়তে পারে এই রাশির জাতকদের। 

 

Read more!
Advertisement
Advertisement