Advertisement

Mangal Gochar Lucky Rashi: মঙ্গলের কৃপায় মঙ্গলময় ৩ রাশির জীবন, প্রচুর সুযোগ আসবে

এপ্রিল মাসের ১২ তারিখ মঙ্গল সকাল ৬ টা ৩২ মিনিটে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। যে কারণে তৈরি হবে 'মঙ্গল পুষ্য যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। মঙ্গল গোচরে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

মঙ্গলের কৃপায় মঙ্গলময় ৩ রাশির জীবন, প্রচুর সুযোগ আসবেমঙ্গলের কৃপায় মঙ্গলময় ৩ রাশির জীবন, প্রচুর সুযোগ আসবে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2025,
  • अपडेटेड 8:06 PM IST

Mangal Margi 2025 Rashifal: জ্যোতিষশাস্ত্রে বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সব রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে শুভ গ্রহের মধ্যে ধরা হয়। মঙ্গল কিন্তু ঘর বদল করার পাশাপাশি সময়ে নক্ষত্র বদল করে থাকে।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, মঙ্গল গ্রহ সাহস, শক্তি, বীরত্ব এবং শক্তির কারক। মঙ্গলের আশীর্বাদপ্রাপ্ত ব্যক্তিরা তাদের শক্তিকে সঠিক দিকে নিয়ন্ত্রণ করে জীবনে অগ্রগতি লাভ করেন। 

এপ্রিল মাসের ১২ তারিখ মঙ্গল সকাল ৬ টা ৩২ মিনিটে পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে। যে কারণে তৈরি হবে 'মঙ্গল পুষ্য যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। মঙ্গল গোচরে কোন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে কাদের, জানুন তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। সোনা ব্যবসায়ে আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তির মালিক হবেন আপনারা। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও সুখী হবেন। ব্যবসায় আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনাদের হয়ে যাবে। পরিবেশ অনুকূলে থাকবে আপনার। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করবেন সকলে। এসময়ে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। শরীরের দিকে বিশেষ নজর দিন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বড় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না আপনি।

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গোচরের শুভ প্রভাব পরায় তারা কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। কঠোর পরিশ্রম করলেও জীবনে এগোতে পারবেন। এসময় পাইকারি ব্যবসায়ীদের খুব শুভ সময়। তাছাড়াও যারা নতুন ব্যবসা করছেন, তাদের জন্য শুভ সময়। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। পায়ের ব্যথা অনেকটাই কমবে। এসময় মানসিক চাপ কমবে। এই সময়ে আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দাম্পত্য জীবনেও সুখী হবেন আপনি।

Advertisement

মীন রাশি
মীন রাশির জাতক-জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। মঙ্গলের শুভ প্রভাবে আপনার জীবনে সুখ বাড়তে থাকবে। এসময়ে আয়ের নতুন পথ খুলে যাবে। নতুন যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনেও আপনি সুখী থাকবেন। মনে শান্তি থাকবে আপনার। আপনি আপনার কেরিয়ার ও ব্যবসায় সাফল্য পাবেন। এই সময়টি কর্মজীবীদের জন্য খুব ভালো সময়। নতুন সোনা ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।
 

 

Read more!
Advertisement
Advertisement