Advertisement

Mangal Gochar 2025: কর্কটে মঙ্গলের প্রবেশে ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকা

Mangal Gochar 2025: জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গল গ্রহ যখন তার ঘর বদল করে, তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে।

কর্কটে মঙ্গলের প্রবেশে ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকাকর্কটে মঙ্গলের প্রবেশে ৩ রাশির হাতে আসবে প্রচুর টাকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 07 Mar 2025,
  • अपडेटेड 6:19 PM IST

মঙ্গলকে সাহস, বীরত্ব, ক্রোধের কারক বলেই মনে করা হয়। এবার মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে শুভ সময় শুরু হবে। কোন রাশির ব্যক্তিদের অর্থপ্রাপ্তি নিশ্চিত, জানুন সেই তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

জ্যোতিষশাস্ত্রে সব গ্রহ ও নক্ষত্ররা নিজের সময় মত ঘর বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক, আবার কারোর জন্য অশুভ হতে পারে। মঙ্গল গ্রহ যখন তার ঘর বদল করে, তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় সোনা ব্যবসায়ীরা যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও খুব সুখী হবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি নিশ্চিত। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। সন্তানকে তার মনের মতোন স্কুল কলেজে ভর্তি করার সুযোগ পাবেন। বিদেশে পড়াশোনা করার সুযোগ পাবেন আপনার সন্তান। স্ত্রীর কোনও শুভ খবরে আপনার মনে খুশি লেগে থাকবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।

আরও পড়ুন

কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের অত্যন্ত শুভ প্রভাব পড়বে। পরিবেশ অনুকূলেই থাকবে। এসময়ে বিবাহিত জীবনেও খুব সুখী হবেন। অযথা কারোর সঙ্গে ঝগড়া, অশান্তিতে জড়াবেন না। এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাববেন না। আয়ের একাধিক উৎস খুঁজে পাবেন। সন্তানের কোনও বিষয়ে সুখবর পাবেন আপনি। আপনার কাছে পরিবেশ আনন্দেরই থাকবে। বিবাহিত জীবনে মধুরতা বজায় থাকবে। আপনি আপনার স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন।

ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। তারা কর্মজীবন থেকে ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। এসময়ে কঠোর পরিশ্রমের পূর্ণ ফল পাবেন। বেকাররা নতুন চাকরির সুযোগ পাবেন। তাছাড়া চাকরিতে পদোন্নতি নিশ্চিত আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে সুখে থাকতে পারবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। বিবাহিত জীবনেও সুখী হবেন আপনি। এসময় অংশীদারিত্ব কোনও ব্যবসায় বিনিয়োগ করতে পারেন আপনি। সেখান থেকে লাভের মুখ দেখবেন।

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement