Advertisement

Mangal Gochar 2026: মকর সংক্রান্তি থেকে চমকাবে ৪ রাশির ভাগ্য, মঙ্গল গোচরে হবে অর্থ লাভ

হিন্দু ধর্মে মকর সংক্রান্তিকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে মানা হয়। কারণ, এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন। আর এই বছর ১৪ জানুয়ারি, বুধবার পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যাবেন।

মঙ্গল গোচরমঙ্গল গোচর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2026,
  • अपडेटेड 8:22 AM IST
  • হিন্দু ধর্মে মকর সংক্রান্তিকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে মানা হয়
  • এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন
  • এই বছর ১৪ জানুয়ারি, বুধবার পালিত হবে মকর সংক্রান্তি

হিন্দু ধর্মে মকর সংক্রান্তিকে ভীষণই গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে মানা হয়। কারণ, এই দিন সূর্যদেব ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করেন। আর এই বছর ১৪ জানুয়ারি, বুধবার পালিত হবে মকর সংক্রান্তি। এই দিন সূর্যদেব দক্ষিণায়ন থেকে উত্তরায়নে যাবেন।

জ্যোতিষ মতে, মকর সংক্রান্তির ঠিক ২ দিন পর, অর্থাৎ ১৬ জানুয়ারি মঙ্গল মকর রাশিতে প্রবেশ করবে। সেখানে আগে থেকেই শুক্র এবং সূর্য অবস্থান করবে। এরপর ২৩ ফেব্রুয়ারি মঙ্গল গোচর করবে কুম্ভ রাশিতে। ১৬ জানুয়ারি আবার মঙ্গল গোচরের জন্য তৈরি হবে রুচক রাজযোগ। আর সেই কারণেই কিছু রাশির জীবনে সুখের শেষ থাকবে না। হাতে আসবে টাকা। তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে জেনে নিন।

মেষ রাশি

মঙ্গল গোচরের জন্য মেষ রাশির জীবনে উন্নতির শেষ হবে না। কেরিয়ারে এগিয়ে যাবেন। বড় পদ পাবেন। এছাড়া পরিশ্রমের ফল মিলবে। চাকরি এবং ব্যবসায় এগিয়ে যাবেন। পরিবারেও এই সময় সুখের সময় আসবে। কোনও সরকারি আটকে থাকা কাজও এই সময় হয়ে যেতে পারে। এই সময় বাবার কেরিয়ারও বদল হতে পারে।

বৃষ রাশি

মঙ্গল বৃষ রাশির জীবনেও বদল আনতে পারে। এর ফলে আপনাদের ভাগ্য পরিবর্তন হবে। শুধু তাই নয়, এই সময় আপনার প্রতিদিনের জীবনেও বদল আসবে। পরিবার এবং ভাইয়েরা আপনার পাশে থাকবেন। সাহায্য করবেন। চিকিৎসা, কৃষি এবং সরকারি চাকরি করা ব্যক্তিরা এই সময় এগিয়ে যাবেন। চাকরিতে আরও বড় পদ পেতে পারেন।

সিংহ রাশি

মঙ্গল গোচরের জন্য সিংহ রাশির জীবনেও উন্নতি হবে নিশ্চিত। যার ফলে স্বাস্থ্যের হাল ফিরবে। এমনকী সামাজিকভাবেও এগিয়ে যাবেন। সেটা জীবনে মাইলেজ দেবে। এছাড়া ভাই-বোনের মধ্যে সম্পর্ক ঠিক হবে। হাতে আসবে টাকাপয়সা। তবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত বেশি তাড়াহুড়ো করবেন না। তাতে বিপদ হতে পারে।

মীন রাশি

Advertisement

মঙ্গলের গোচর মীন রাশির জীবনকেও এগিয়ে দেবে। আপনার মধ্যে সাহস বৃদ্ধি পাবে। সেই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এছাড়া আধ্য়াত্মবাদের প্রতিও ঝোঁক বাড়বে। ২৩ ফেব্রুয়ারির মধ্যে বড় কোনও ইচ্ছে পূরণ হতে পারে। সেই সঙ্গে ব্যবসাও এগিয়ে যেতে পারে। স্বাস্থ্যও ফিরবে এই সময়। তাই চিন্তার কোনও কারণ নেই।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফকে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

Read more!
Advertisement
Advertisement