Advertisement

Mangal Lucky Zodiacs 2023: নতুন বছরের শুরুতেই সদয় মঙ্গল, ২০২৩-এ ৩ রাশির অর্থলাভ-কেরিয়ার তুঙ্গে

নতুন বছরেও গ্রহের হেরফের হতে চলেছে। আগামী ১৩ জানুয়ারি বৃষ রাশিতে মার্গী হতে চলেছে মঙ্গল। যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে। এর মধ্যে ৩ রাশির উপরে অনকূল প্রভাব ফেলবে মঙ্গলের মার্গী দশা।

মঙ্গল মার্গী। মঙ্গল মার্গী।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Nov 2022,
  • अपडेटेड 6:21 PM IST
  • আগামী ১৩ জানুয়ারি বৃষ রাশিতে মার্গী হতে চলেছে মঙ্গল।
  • যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে,গ্রহগুলি নির্দিষ্ট সময় অন্তর মার্গী ও বক্রী হয়। যার প্রভাব পড়ে দেশ, বিশ্ব ও মানবজীবনে। গ্রহের গতিবিধির পরিবর্তন কারও জন্য শুভ হয়। আবার কারও জন্য অশুভ। নতুন বছরেও গ্রহের হেরফের হতে চলেছে। আগামী ১৩ জানুয়ারি বৃষ রাশিতে মার্গী হতে চলেছে মঙ্গল। যার প্রভাব সব রাশির উপরেই দেখা যাবে। এর মধ্যে ৩ রাশির উপরে অনকূল প্রভাব ফেলবে মঙ্গলের মার্গী দশা।

মেষ- বৃষ রাশিতে মঙ্গল মার্গী হওয়ায় আর্থিকভাবে লাভবান হবেন মেষ রাশির জাতক-জাতিকারা। রাশির দ্বিতীয় ঘরে ঘটতে চলেছে মঙ্গলের মার্গী অবস্থান। যা সম্পদ ও বাগ্মীতার স্থান। যে কারণে এই সময়ে আপনি হঠাৎ অর্থ পেতে পারেন। আপনার টাকা যদি কোথাও আটকে থাকে,তাহলে তা ফেরত পাবেন। এই সময়ে আপনি পুরানো বিনিয়োগ থেকেও লাভবান হতে পারেন। নতুন চাকরির অফারও পেতে পারেন। ব্যবসাপাতি থেকে লাভবান হবেন। যাদের কর্মজীবন বাগ্মীতার ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত- যেমন শিক্ষক, বিপণন কর্মী, মিডিয়া কর্মী, তাঁদের জন্য এটা দারুণ সময় হতে চলেছে। 

বৃশ্চিক-বৃষ রাশিতে মঙ্গল গমন আপনার জন্য অনুকূল হতে পারে। কারণ মঙ্গল আপনার রাশির সপ্তম ঘরে স্থায়ী হতে চলেছে। যা অংশীদারিত্ব ও বিবাহিত জীবনের স্থান। এই সময়ে আপনি অংশীদারিত্বের কাজে ভাল অর্থ উপার্জন করতে পারেন। এই সময়ে আপনার বিবাহিত জীবন সুখের হবে। পরিবারের সঙ্গে কোথাও ছুটিতে যেতে পারেন। যাঁরা অবিবাহিত তাঁরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। বৃশ্চিক রাশির অধিপতি হলেন স্বয়ং মঙ্গল দেব। তাই এই গমন আপনার জন্য শুভ এবং ফলদায়ক হতে পারে।

আরও পড়ুন

কুম্ভ- মঙ্গল গ্রহের মার্গী হওয়া আপনার জন্য শুভ হতে চলেছে। কারণ মঙ্গল আপনার রাশির চতুর্থ ঘরে স্থায়ী হতে চলেছে। যা মাতৃত্ব ও বস্তুগত সুখের স্থান। এই সময়ে আপনি যান ও সম্পত্তি কিনতে পারেন। এই সময়ে কোনও সম্পত্তিতে বিনিয়োগ করলে আপনি ভাল লাভ পেতে পারেন। পরিজনের মাধ্যমে অর্থ পেতে পারেন। একটি নতুন চাকরির অফার পেতে পারেন। আপনি কর্মক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়রদের সমর্থন পেতে পারেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement