Advertisement

Mangal Shukra Yuti Bad Luck Zodiac 2023: মঙ্গল ও শুক্রের সংযোগে মালামাল হতে চলেছে ৩ রাশি

Mangal Shukra Yuti Good Luck Zodiac 2023: ৩০ মে বৃহস্পতি, শুক্র কর্কট রাশিতে প্রবেশ করবে। ১০ মে মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করেছে, এই রাশিতে ১ জুলাই পর্যন্ত থাকবে এই গ্রহ। মঙ্গল ও শুক্রের মিলনে কিছু রাশির জাতক-জাতিকাদের খুব সাবধানে থাকতে হবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন।

মঙ্গল ও শুক্রের মিলনে মালামাল হতে চলেছে ৩ রাশির জাতকরামঙ্গল ও শুক্রের মিলনে মালামাল হতে চলেছে ৩ রাশির জাতকরা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jun 2023,
  • अपडेटेड 6:51 PM IST
  • মঙ্গল ও শুক্র এক রাশিতে
  • ৩ রাশির এখন সতর্ক থাকার সময়
  • ৩০ মে থেকে সতর্ক থাকুন

Venus Mars Transit in Cancer: ৩০ মে রাতে ৭.৩৯ মিনিটে শুক্রের গোচর ঘটতে চলেছে চন্দ্রের রাশি কর্কটে। ৭ জুলাই পর্যন্ত এখানে থাকার পর, শুক্র সূর্যের রাশি সিংহ রাশিতে চলে যাবে। এই পরিবর্তন দেশ, বিশ্ব ও আবহাওয়ার ওপর বিশেষ প্রভাব ফেলতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে, এই গোচরে কিছু রাশির জন্য বিশেষ ভাল হিসেবে বিবেচিত হবে। অর্থ, পেশা এবং ব্যবসার দিক থেকে তারা বিশেষ সুবিধা পেতে চলেছেন। 

আরও পড়ুন

মঙ্গলকে আমরা বীর, বীরত্ব, ক্রোধ সম্পত্তির কারক বলেই জানি, তেমনই শুক্রকে বিলাসিতা, শিল্প, বৈষয়িক সুখ, সম্পদের কারক বলে জানি। তাই এই দুটি গ্রহ যখন কখনোও রাশিতে মিলিত হয় তখন শুভ সময় শুরু হয় কিছু রাশির জাতক জাতিকাদের। ৩০ মে কর্কট রাশিতে মঙ্গল ও শুক্রের মিলন হয়েছে। ৭ জুলাই পর্যন্ত একই রাশিতে থাকবে তারা। এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছে।

মিথুন (Gemini)

জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে, কারণ আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল ও শুক্রের মিলন হয়েছে। এই সময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। তবে আপনাকে সকল কাজে পরাজিত করবার জন্য তারা মুখিয়ে থাকবেন। যারা মিডিয়া, মার্কেটিং, সোনা ব্যবসা, পড়াশোনা সঙ্গে যুক্ত তাদের খুব লাভের সময়। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে সাফল্য সময়ের শুরু হবে।

মকর (Capricorn)

জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এই সময়ে আপনার সপ্তম ঘরে এই দুই রাশি একসঙ্গে প্রবেশ করেছে। আপনি কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে আপনার। যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব সুসময় তবে যারা যাদের যারা এখনোও অবিবাহিত রয়েছেন বা বিয়ের কথাবার্তা চলছে তাদের দ্রুতই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। খুব ভালো সময়। যারা গবেষণা করছেন তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক লাভ হবে আপনাদের।

Advertisement

মীন (Piesces)

এই রাশির ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু। এ সময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। কোনও ভালো খবরে আপনার জীবনে বেশ খুশির সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয় প্রেমের সম্পর্ক আপনার আরও ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনারা সুখী হবেন। সকল কাজেই সফলতা পাবেন। 
 

 

Read more!
Advertisement
Advertisement