Advertisement

Mahalakshmi Rajyog: ডিসেম্বরেই লাগবে 'জ্যাকপট', মহালক্ষ্মী রাজযোগে ৩ রাশি লটারি পাবে

মঙ্গল গ্রহের সঞ্চারণ এই সময় নিজের রাশি বৃশ্চিকে রয়েছে এবং ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই রাশিতেই থাকবে। অপরদিকে, ২০ নভেম্বর ২০২৫-এ চন্দ্রমা বৃশ্চিক রাশিতে গোচর করবে। এরকমভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা ও মঙ্গলের যুতিতে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ, যা ৩ রাশির জাতকদের বিশেষ লাভ দেবে।

মহালক্ষ্মী রাজযোগমহালক্ষ্মী রাজযোগ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2025,
  • अपडेटेड 5:22 PM IST
  • মঙ্গল গ্রহের সঞ্চারণ এই সময় নিজের রাশি বৃশ্চিকে রয়েছে এবং ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই রাশিতেই থাকবে।

মঙ্গল গ্রহের সঞ্চারণ এই সময় নিজের রাশি বৃশ্চিকে রয়েছে এবং ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত এই রাশিতেই থাকবে। অপরদিকে, ২০ নভেম্বর ২০২৫-এ চন্দ্রমা বৃশ্চিক রাশিতে গোচর করবে। এরকমভাবে বৃশ্চিক রাশিতে চন্দ্রমা ও মঙ্গলের যুতিতে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ, যা ৩ রাশির জাতকদের বিশেষ লাভ দেবে। ব্যবসায় লাভ, অর্থপ্রাপ্তি ও মানসিক শান্তি পাবেন। 

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ অতি শুভ সিদ্ধ হবে। জাতকেরা প্রতি ক্ষেত্রে সফলতা পাবেন। মানসি শান্তি পাবেন ও অর্থরলাভের রাস্তা খুলে যাবে। চাকুরীজীবিরা এই সময় উন্নতি করবেন। সাজে সম্মান বাড়বে। শারীরিক ক্ষমতা বাড়বে। ব্যবসায় বড় লাভ হবে। পুরনো কোনও ইচ্ছা পূরণ হবে। 

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জন্য মঙ্গল-চন্দ্রমার যুতি লাভদায়ক হতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে ও হঠাৎ করে অর্থলাভ হবে। মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে। পদ-প্রতিষ্ঠা বাড়বে। পরীক্ষায় শুভ পরিণাম পাবেন। কেরিয়ারে উন্নতির রাস্তা খুলে যাবে ও স্বাস্থ্য আরও ভাল হবে। জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি কম হবে। 

মীন রাশি
মীন রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগের নির্মাণ খুবই শুভ প্রমাণিত হবে। এই রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ খুবই শুভ ও লাভদায়ক প্রমাণিত হবে। আমদানির নতু নতুন রাস্তা খুলে যাবে। মীন রাশির জাতকদের জন্য মহালক্ষ্মী রাজযোগ সুখবরের জোয়ার নিয়ে আসবে।  
  

Read more!
Advertisement
Advertisement