জ্যোতিষদের দৃষ্টি দিয়ে দেখলে সেপ্টেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসের গ্রহের সেনাপতি মঙ্গল নিজের চাল ৩ বার বদল করবে। জ্যোতিষশাস্ত্রে যার মাহাত্ম্য অনেক।
মঙ্গলের রাশি পরিবর্তনের সরাসরি প্রভাব ১২টি রাশির উপরেই অল্পবিস্তর পড়ে। প্রথমে ৩ সেপ্টেম্বর মঙ্গল চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। ২৩ সেপ্টেম্বর রাত পর্যন্ত সেখানেই বিরাজমান থাকবে। এরপর ওইদিন মঙ্গল স্বাতী নক্ষত্রে গোচর করবে। আবার ১৩ সেপ্টেম্বর মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করবে। এই ভাবে সেপ্টেম্বর মাসে মঙ্গল ৩ বার নিজের গতিবিধি পাল্টাবে।
জ্যোতিষদের মতে, এই বদলের ফলে একাধিক রাশির জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষত, কিছু কিছু রাশির জাতকদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভাগ্য সহায় হবে তাদের।
মঙ্গলের এই পরিবর্তনের ফলে কোন কোন রাশি হবে লাকি?
মেষ: এই মাসটি নমেষ রাশির জাতকদের জন্য আর্থিক দিক থেকে খুবই লাভজনক হতে চলেছে। জীবন খুশিতে ভরে উঠবে। আত্মবিশ্বাস বাড়বে। বাণিজ্যে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতকরা।
বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত লাভজনক হবে। আকস্মিক ধনলাভ হবে। নতুন গাড়ি কিংবা সম্পত্তি কেনার সুযোগ আসবে। দাম্পত্য জীবনও ,সুখের হবে।
কুম্ভ: কুম্ভ রাশির জাতকদের জন্য সময়টা অত্যন্ত শুভ হবে। আয়ের নানা দিশা খুলে যাবে। কেরিয়ার-বাণিজ্যিক লেনদেনে সাফল্য হবে।