Advertisement

Mangal Gochar 2026: মকরে মঙ্গলের প্রবেশ, ৫ রাশির জীবনে খুলছে উন্নতির দরজা

Mars Transit 2026: নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করতে চলেছে মঙ্গল। মকর রাশিতে আগে থেকেই সূর্য ও শুক্র অবস্থান করছে। ফলে মঙ্গলের আগমনেই সেখানে তৈরি হচ্ছে শক্তিশালী ত্রিগ্রহী যোগ। ১৬ জানুয়ারি এই যোগ তৈরি হয়েছে। 

পাঁচ রাশির জীবনে এই সময়টা বিশেষ ভাবে উন্নতি, সম্মান এবং নতুন সাফল্যের ইঙ্গিত মিলছে। পাঁচ রাশির জীবনে এই সময়টা বিশেষ ভাবে উন্নতি, সম্মান এবং নতুন সাফল্যের ইঙ্গিত মিলছে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Jan 2026,
  • अपडेटेड 7:07 PM IST
  • নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করতে চলেছে মঙ্গল।
  • মকর রাশিতে আগে থেকেই সূর্য ও শুক্র অবস্থান করছে।
  • ফলে মঙ্গলের আগমনেই সেখানে তৈরি হচ্ছে শক্তিশালী ত্রিগ্রহী যোগ।

Mars Transit 2026: নিজের উচ্চ রাশি মকরে প্রবেশ করতে চলেছে মঙ্গল। মকর রাশিতে আগে থেকেই সূর্য ও শুক্র অবস্থান করছে। ফলে মঙ্গলের আগমনেই সেখানে তৈরি হচ্ছে শক্তিশালী ত্রিগ্রহী যোগ। ১৬ জানুয়ারি এই যোগ তৈরি হয়েছে। জ্যোতিষ মতে, এই যোগ অত্যন্ত শুভ। শুধু তাই নয়, মকর রাশিতে মঙ্গল গোচরের ফলে গঠিত হবে রুচক রাজযোগও। সাহস, পরাক্রম, নেতৃত্বগুণ এবং সাফল্যের সঙ্গে যুক্ত এই যোগের প্রভাব সব রাশির উপর পড়লেও, পাঁচ রাশির জীবনে এই সময়টা বিশেষ ভাবে উন্নতি, সম্মান এবং নতুন সাফল্যের ইঙ্গিত মিলছে। কোন কোন রাশির ভাগ্যে এই শুভ সময় আসবে? আসুন দেখে নেওয়া যাক।

মেষ রাশি
মেষ রাশির জাতকদের ক্ষেত্রে মঙ্গল গোচর করবে কর্মভাব, অর্থাৎ দশম ঘরে। এর ফলে কর্মজীবনে দ্রুত অগ্রগতির সম্ভাবনা তৈরি হচ্ছে। চাকরিরতদের জন্য পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার যোগ রয়েছে। কাজের জায়গায় নেতৃত্ব দেওয়ার সুযোগ বাড়বে এবং পরিচিতি আরও মজবুত হবে। প্রশাসনিক বা সরকারি পরিষেবার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বিশেষ সাফল্যের সম্ভাবনা। দীর্ঘদিনের পরিশ্রমের ফল এবার হাতে আসতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে সপ্তম ভাবে। দাম্পত্য জীবনে এর প্রভাব ইতিবাচক হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে বোঝাপড়া বাড়বে, সম্পর্ক হবে আরও স্থিতিশীল। ব্যবসায় যাঁরা অংশীদারিত্বে যুক্ত, তাঁদের জন্য লাভের ইঙ্গিত রয়েছে। বিবাহযোগ্যদের ক্ষেত্রে ভাল সম্বন্ধের প্রস্তাব আসতে পারে। পাশাপাশি সমাজে মান-সম্মান বৃদ্ধির যোগও দেখা যাচ্ছে।

কন্যা রাশি
কন্যা রাশির জাতকদের জন্য মঙ্গল গোচর হচ্ছে পঞ্চম ভাবে। পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা জোরালো। সন্তানের দিক থেকে কোনও শুভ খবর আসতে পারে। সৃজনশীল কাজের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ মিলবে এবং প্রতিভার স্বীকৃতি পাওয়ার যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে স্থিরতা আসবে। পাশাপাশি বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিতও মিলছে।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির তৃতীয় ভাবে মঙ্গল গোচর করবে। এর ফলে সাহস ও আত্মবিশ্বাসে উল্লেখযোগ্য বৃদ্ধি হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। ভাইবোনের সহযোগিতা পাওয়া যাবে। মিডিয়া, কমিউনিকেশন, মার্কেটিং বা সেলসের সঙ্গে যুক্তদের জন্য সময়টা লাভজনক হতে পারে। ছোটখাটো সফর থেকেও সাফল্য আসার সম্ভাবনা রয়েছে।

Advertisement

মকর রাশি
মকর রাশির জাতকদের ক্ষেত্রে মঙ্গল প্রবেশ করছে লগ্নে। এর প্রভাবে ব্যক্তিত্বে বিশেষ ঔজ্জ্বল্য দেখা যেতে পারে। আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আরও দৃঢ় হবে। কর্মজীবন ও আর্থিক অবস্থার উন্নতি দ্রুত হতে পারে। সমাজে মান-প্রতিষ্ঠা বাড়ার যোগ রয়েছে। নতুন পরিকল্পনা শুরু করার জন্য এই সময়কে অত্যন্ত অনুকূল বলেই মনে করছেন জ্যোতিষীরা। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement