Advertisement

Ardhakendra Rajyog 2025: বুধ-বৃহস্পতির রাজযোগে খুলতে পারে ভাগ্যের দরজা, ৩ রাশির জাতকরা সপ্তম স্বর্গে

বৃহস্পতি জ্ঞান ও প্রাচুর্যের গ্রহ। বুধ বুদ্ধি ও যোগাযোগের শক্তি। এই দুই গ্রহের যুগলবন্দি যেমন কাজের জগতে নতুন দিগন্ত খুলে দিতে পারে, তেমনই ব্যক্তিগত জীবনেও এনে দিতে পারে স্থিতি ও সম্মান। তবে এই সুযোগ কাজে লাগাতে হবে একাগ্রতা ও ধৈর্যের সঙ্গে। না হলে সুযোগ হাতছাড়া হতে সময় লাগবে না।

বুধ-বৃহস্পতির রাজযোগে খুলতে পারে ভাগ্যের দরজা, ৩ রাশির জাতকরা সপ্তম স্বর্গেবুধ-বৃহস্পতির রাজযোগে খুলতে পারে ভাগ্যের দরজা, ৩ রাশির জাতকরা সপ্তম স্বর্গে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2025,
  • अपडेटेड 1:42 AM IST

Ardhakendra Rajyog 2025: আকাশে শুভ যোগ। শক্তিশালী গ্রহবন্ধনে তৈরি হচ্ছে বিশেষ রাজযোগ। বৃহস্পতি ও বুধের একসঙ্গে অবস্থান একাধিক রাশির জীবনে এনে দিতে পারে ইতিবাচক বদল। কর্মক্ষেত্র থেকে শুরু করে আর্থিক ভাগ্য, নানা দিকেই মিলতে পারে স্বস্তি। জ্যোতিষ বলছে, এই সময় সবচেয়ে বেশি উপকৃত হবেন মিথুন, সিংহ ও তুলা রাশির জাতক-জাতিকারা।

বৃহস্পতি জ্ঞান ও প্রাচুর্যের গ্রহ। বুধ বুদ্ধি ও যোগাযোগের শক্তি। এই দুই গ্রহের যুগলবন্দি যেমন কাজের জগতে নতুন দিগন্ত খুলে দিতে পারে, তেমনই ব্যক্তিগত জীবনেও এনে দিতে পারে স্থিতি ও সম্মান। তবে এই সুযোগ কাজে লাগাতে হবে একাগ্রতা ও ধৈর্যের সঙ্গে। না হলে সুযোগ হাতছাড়া হতে সময় লাগবে না।

মিথুন রাশি
এই সময়ে বুধ রয়েছে নিজের রাশিতে, আর বৃহস্পতির দৃষ্টিও পড়ছে মিথুনের ঘরে। ফলে তৈরি হচ্ছে এক শক্তিশালী শুভ যোগ। আটকে থাকা কাজগুলি গতি পাবে। মেলে ধরবেন নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে। নতুন কাজের সুযোগ আসবে সামনে। বিশেষ করে, যাঁরা লেখালিখি, পড়াশোনা, বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য এই সময়টা হতে পারে অত্যন্ত ফলদায়ক। পুরনো কোনও সমস্যা যা দীর্ঘদিন ধরে ভাবিয়ে তুলছিল, তাও মিলতে পারে সমাধান।

সিংহ রাশি
বৃহস্পতির রাশি পরিবর্তনে ভাগ্যক্রমে জোর পাচ্ছে সিংহ রাশি। যাঁরা বহুদিন ধরে কঠোর পরিশ্রম করছেন, তাঁদের জন্য সুখবর অপেক্ষা করছে। কর্মক্ষেত্রে মিলতে পারে স্বীকৃতি, পদোন্নতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। ব্যবসায়ীরা পাবেন লাভের মুখ। নতুন বিনিয়োগের কথা ভাবলে ফল মিলবে ইতিবাচক। কোনও ঝুঁকিও এই সময়ে সফল হতে পারে, তবে সাবধানে পা ফেলাই ভাল।

তুলা রাশি
তুলার ঘরে বুধ-বৃহস্পতির যুগলবন্দি নিয়ে আসতে চলেছে স্বস্তির হাওয়া। পারিবারিক পরিবেশে মিলবে শান্তি। যাঁরা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক অনিশ্চয়তায় ভুগছেন, তাঁদের জন্য স্বস্তির খবর— আয় বাড়তে পারে, আর্থিক দিক থেকে আসবে স্থিতি। যাঁরা নতুন চাকরির খোঁজ করছেন বা কেরিয়ারে দিকবদলের কথা ভাবছেন, তাঁরা পেতে পারেন ভালো খবর। এই সময় আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে, ভাগ্যও থাকবে পাশে।

Advertisement

বুধ ও বৃহস্পতির এই শুভ সংযোগ খুব একটা ঘন ঘন আসে না। ফলে মিথুন, সিংহ ও তুলার জাতক-জাতিকারা যদি এই সময় সঠিক ভাবে কাজে মন দেন, জীবন বদলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতের ভিত এখনই গড়তে হবে। কে জানে, এই যোগই হয়তো নিয়ে আসবে বহু প্রতীক্ষিত সাফল্যের খবর। প্রয়োজনে এই কপিটিকে পোস্ট বা সংবাদ প্রতিবেদন হিসেবেও ব্যবহার করা যাবে। চাইলে ইনফোগ্রাফিক বা সোশ্যাল মিডিয়া ক্যাপশনও আলাদাভাবে তৈরি করে দিতে পারি।

 

Read more!
Advertisement
Advertisement