জ্যোতিষ মতে, মে মাসের শুরুতে বুধ ও বৃহস্পতি মিলে তৈরি করবে ত্রিএকাদশ যোগ। যার জেরে কপাল খুলবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে...
বৃষ রাশি (Taurus):
ভাগ্যোদয় হবে বৃষ রাশির জাতকদের। সম্পদ লাভের যোগ রয়েছে। কেরিয়ারে উন্নতি হবে। ব্যবসায় লাভবান হতে পারবেন।
মকর রাশি (Capricorn):
কপাল খুলবে মকর রাশির জাতকদের। দাম্পত্য সুখ বাড়বে। দীর্ঘদিনের কোনও অসম্পূর্ণ কাজ পূরণ হবে। কেরিয়ারে সাফল্য পাবেন।
কর্কট রাশি (Cancer):
ভাগ্য বদলাবে কর্কট রাশির জাতকদের। ধনলাভের যোগ রয়েছে। পড়ুয়াদের জন্য ভাল সময়। বিদেশ ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় উন্নতি হবে।
অন্য দিকে, জ্যোতিষ মতে, আগামী ৭ জুন সিংহ রাশিতে প্রবেশ করবে মঙ্গল। ২৮ জুলাই পর্যন্ত ওখানেই থাকবে মঙ্গল। এই গোচরে শনি ও মঙ্গল মিলে তৈরি করবে ষড়ষ্টক রাজযোগ। যার প্রভাবে ভাগ্য বদলাবে বৃশ্চিক, মিথুন ও মীন রাশির জাতকদের। অন্য দিকে,জ্যোতিষ মতে, এ বছর শনি রুপোর পা ধারণ করে মীন রাশিতে প্রবেশ করবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এই সংযোগ। যার প্রভাবে বৃশ্চিক, কর্কট ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। জ্যোতিষ মতে, ২৯ মার্চ মীন রাশিতে প্রবেশ করেছে শনি। যার ফলে শনি ও রাহুর সংযোগ তৈরি হয়েছে। ১৮ মে পর্যন্ত এই দুই গ্রহের যুগল সংযোগ থাকবে। যার প্রভাবে লাভের মুখ দেখবেন বৃষ, মকর ও তুলা রাশির জাতকরা।