Advertisement

Budh Rashi Paribartan: বসন্ত পঞ্চমীর থেকে টাকার পাহাড়ে চড়বে ৪ রাশির জাতক, কারা রয়েছেন তালিকায়?

Budh Rashi Paribartan: জ্যোতিষ মতে, ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০টা ২৭ মিনিটে বুধের এই নক্ষত্র পরিবর্তন বড়সড় প্রভাব ফেলবে চারটি রাশির উপর। চাকরি, ব্যবসা থেকে শুরু করে পরিবার ও অর্থ, সব ক্ষেত্রেই মিলবে বিশেষ সুবিধা।

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 7:49 PM IST

Budh Rashi Paribartan: বুদ্ধি, বাণিজ্য, কথা বলার ক্ষমতা আর হিসেব–নিকেশের গ্রহ ‘বুধ’ কয়েক দিনের মধ্যেই প্রবেশ করতে চলেছে চাঁদের অধীন শ্রাবণ নক্ষত্রে। জ্যোতিষ মতে, ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল ১০টা ২৭ মিনিটে বুধের এই নক্ষত্র পরিবর্তন বড়সড় প্রভাব ফেলবে চারটি রাশির উপর। চাকরি, ব্যবসা থেকে শুরু করে পরিবার ও অর্থ, সব ক্ষেত্রেই মিলবে বিশেষ সুবিধা।

মেষ
মেষ রাশির জাতকদের জন্য সময়টা বেশ শুভ। কাজে মনোযোগ বাড়বে, সময় মতো দায়িত্ব শেষ করতে পারবেন। পড়াশুনায় বড় সাফল্যের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাড়তি দায়িত্ব ও সম্মান দুই-ই আসতে পারে। উচ্চশিক্ষা বা গবেষণার জন্য বিদেশ যাওয়ার সুযোগ মিলতে পারে। নতুন আয়ের পথও খুলে যেতে পারে হঠাৎই।

মিথুন
মিথুন রাশির জন্য বুধের গোচর বিশেষ অনুকূল। হঠাৎই ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। সমাজে প্রভাবশালী কারও সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক স্থিতি শক্তিশালী হবে। আয়ের একাধিক দরজা খুলতে পারে। দাম্পত্য সম্পর্ক আরও গভীর হবে। পরিবারে চলা ভুল বোঝাবুঝিও দূর হবে ধীরে ধীরে।

আরও পড়ুন

কন্যা
কন্যা রাশির জাতকদের জন্য সময়টা অত্যন্ত উপকারী। কর্মস্থলে সাফল্যের পরিমাণ বাড়বে। ব্যবসায়ীরা ভালো চুক্তি পেতে পারেন। ভাই–বোনের সহায়তায় সমাধান হয়ে যাবে পুরোনো কোনও ঝামেলা। বহুদিনের ইচ্ছে বা পরিকল্পনা পূর্ণ হওয়ার সুযোগ আসবে। আর্থিক চাপ কমবে এবং বন্ধুদের কাছ থেকেও মিলবে সম্পূর্ণ সমর্থন।

ধনু
ধনু রাশিতে বুধের পরিবর্তনে স্পষ্ট উন্নতি দেখা যাবে ব্যক্তিত্বে। কথাবার্তা হবে আরও আকর্ষণীয়, ফলে বাড়বে সম্মান ও গ্রহণযোগ্যতা। আর্থিক অবস্থা শক্তিশালী হবে। নতুন আয় বা ইনসেন্টিভ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিনিয়োগ করলে লাভের মুখ দেখা যেতে পারে। পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করলেও এ সময় একদম উপযুক্ত।

 

Read more!
Advertisement
Advertisement