Advertisement

Somwar Rashifal-Monday Horoscope Today: বিবাদ বাড়বে বৃষের, অর্থ ভাগ্য ভাল বৃশ্চিকের,জানুন আজকের রাশিফল

Daily Bengali Horoscope for all Zodiac Signs: Aries, Taurus, Gemini, Cancer, Leo, Virgo, Libra, Scorpio, Sagittarius, Capricorn, Aquarius, Pisces- চাকরি থেকে ব্যবসা, স্বাস্থ্য থেকে পরিবার, কেমন যাবে আপনার আজকের দিন? জানুন সোমবারের রাশিফল।

 সোমবার কেমন যাবে আপনার সারাদিন সোমবার কেমন যাবে আপনার সারাদিন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 May 2025,
  • अपडेटेड 12:02 AM IST
  • সোমবার কেমন যাবে আপনার সারাদিন।

Ajker Rashifal 5 May 2025: আজ আপনাকে কী কী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে বা আপনি কী ধরনের সুযোগ পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক  সোমবার কেমন যাবে আপনার সারাদিন। 

মেষ (Aries)
ব্যবসার দিকে আশা বেশি হবার জন্য মানসিক চাপ বাড়তে পারে । আইনি কোনও কাজের দিকে বাধা আসতে পারে। বেশি কথা বলার জন্য বিবাদ হতে পারে । কোনও কাজের জন্য চাপ বাড়তে পারে । পেটের কোনও সমস্যা বৃদ্ধি ।  প্রেমের ব্যপারে কোনও  নতুন  যোগাযোগ আসতে পারে । স্ত্রীর সঙ্গে মতের অমিল। শেয়ার বাজার নিয়ে চাপ বাড়তে পারে । বাবার সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট । 

বৃষ (Taurus)
বন্ধুদের সঙ্গে কথা বুঝে বলুন, বিবাদ বাড়তে পারে । ব্যবসার দিকে ভাল লাভ হাত ছাড়া হতে পারে । বাড়িতে মানসিক অশান্তি বাড়তে পারে। কোনও কাজের টাকা পেতে দেরি হতে পারে ।  প্রেম-প্রণয়ে মান বৃদ্ধি । নীতির দিক দিয়ে কোনও কাজ কষ্ট দিতে পারে । ধর্মের জন্য আগ্রহ বাড়তে পারে, বাড়িতে কোনও কাজের জন্য খরচ বাড়তে পারে। পুজোপাঠের ফলে মনের ভক্তি বৃদ্ধি । 

মিথুন (Gemini)
কাজের দিকে উৎসাহ বাড়তে পারে । বিলাসিতার জন্য খরচ বাড়তে পারে । বাড়তি কাজের জন্য আপনি কোনও মূল্য পাবেন না । বন্ধুমহলে কোনও বিষয়ে তর্ক । অর্থের জন্য চাপ। শরীরে খরচ বাড়তে পারে । যে কোনও দিক দিয়ে আজ কিছু অর্থ আসতে পারে । স্নায়ুরোগ বাড়তে পারে । বাড়তি কোনও খরচের জন্য ঋণ। বাড়তি কিছু খরচ হতে পারে। পড়াশোনার জন্য ভাল দিন । 

কর্কট (Cancer)
সারা দিন বন্ধুদের সঙ্গে খুব ভাল কাটতে পারে। প্রেমের জন্য চিন্তা বাড়তে পারে। আয় ও ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না । দুই চাকা জাতীয় কোনও গাড়িতে একটু বিপদ। ব্যবসার দিকে বাড়তি কোনও সুযোগ আসতে পারে । তীর্থ নিয়ে কোনও আলোচনা হতে পারে । তবে কোনও দরকারি কাজের দিকে না যাওয়া আজ ভাল হবে। সন্তানের জন্য মনে আনন্দ বাড়তে পারে । বাড়তি কোনও কথা থেকে বিবাদ ।

Advertisement

সিংহ (Leo) 
কোনও মহিলার প্রতি দুর্বলতা বাড়তে পারে । সকাল থেকে মনে একটু চাপ ও চঞ্চল ভাব থাকতে পারে । ব্যবসার দিকে ভাল আয়ের সম্ভাবনা। কোনও কাজের জন্য সুনাম বাড়তে পারে । বাড়তি খরচ হতে পারে।  আজ যে কোনও কারনে একটু অর্থ ব্যয় হতে পারে । কাজে ভুল হবার জন্য মানসিক কষ্ট বাড়তে পারে । ব্যবসার দিকে খরচ বাড়তে পারে । বাড়িতে কোনও অতিথি নিয়ে বিবাদ। স্ত্রীর সঙ্গে দরকারি আলোচনা। 

কন্যা (Virgo)
কাজের দিকে কোনও খারাপ খবর আসতে পারে । সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে পারে। নিজের বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি। বাতের ব্যাথায় কষ্ট বাড়তে পারে । ভ্রমণের জন্য ব্যয় বাড়তে পারে। বুদ্ধির ভুলের জন্য ব্যবসার দিকে ক্ষতি। একটু সাবধানে চলাফেরা করা দরকার, রক্তপাতের যোগ। আইনি কোনও কাজ ভাল হতে পারে। পেটের কিছু সমস্যা বৃদ্ধি।

তুলা (Libra)
মানসিক চঞ্চলতা বাড়তে পারে । কাজের ব্যপারে উদ্বেগ আসতে পারে । খেলার জন্য উপহার পেতে পারেন । অহেতুক ক্রোধ বাড়তে পারে। কুটিল মনোভাবের জন্য অশান্তি বৃদ্ধি। ব্যবসার দিকে ভাল সুযোগ আসতে পারে।  অর্থের ক্ষেত্রে সাহায্য মেলার সম্ভাবনা । পাওনা আদায়ে দেরি হতে পারে । পেটের সমস্যা থেকে সাবধান। চাকরির স্থানে উচ্চ ব্যক্তির চাপ বৃদ্ধি পাওয়ার জন্য চিন্তা।

বৃশ্চিক (Scorpio)
সকালের দিকে সঙ্গীর  জন্য মানসিক চাপ বাড়তে পারে। ব্যবসার জন্য খরচ বৃদ্ধি। নিজের চালাকির দ্বারা বিপদ থেকে উদ্ধার । প্রেমের জন্য মনে আনন্দ বাড়তে পারে । কোনও মহিলা থেকে সাবধান থাকুন। ডাক্তারের খরচ বাড়তে পারে।  শরীরের কোনও ক্ষত থেকে রোগ বাড়তে পারে। যাঁরা বিদেশে থাকেন, তাঁদের জন্য ভাল সুযোগ আসতে পারে। পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি। অর্থ ভাগ্য একটু ভাল থাকবে।

ধনু (Sagittarius)
বাড়তি কোনও স্থান থেকে আয় আসতে পারে।  স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মন কষ্ট বাড়তে পারে। পড়াশোনার জন্য শুভ পরিবর্তন। ব্যবসার জন্য কোনও চাপ বাড়তে পারে। শরীরে ক্ষয় বৃদ্ধি। সন্তানের জন্য ব্যয় বাড়তে পারে। কাজের জন্য সুনাম বাড়তে পারে। বিদেশে থাকা কোনও বন্ধুর জন্য মন খারাপ। ব্যবসার দিকে খরচ বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি।

মকর ( Capricorn)
সকাল দিকে কোনও কাজের জন্য বাহিরে যেতে হতে পারে । প্রতিবেশীর জন্য কোনও আশান্তি বাড়তে পারে । অনেক দিনের আশা পূরণ হতে পারে । প্রেমের দিকে বাহিরের কোনও লোকের সঙ্গে বিবাদ বাড়তে পারে। রক্ত চাপ বৃদ্ধি। কর্ম স্থনে উৎকণ্ঠা বাড়তে পারে । বাড়ির কাছে ভ্রমণ হতে পারে। কাজের ভাল সুযোগ আসতে পারে । বাজে কোনও চিন্তার জন্য মনে কষ্ট । লটারি থেকে কিছু আয় । ক্ষত থেকে কোনও কষ্ট বাড়তে পারে । 

কুম্ভ ( Aquarius)
উচ্চ কোনও স্থান থেকে পড়ে যেতে পারেন। আজ কোনও অশুভ কিছু ঘটতে পারে । শরীরে কোনও অংশে ব্যথা বাড়তে পারে । কর্ম স্থানে সমস্যা বাড়তে পারে । অকারণে তর্কে জড়াতে পারেন । স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ । আত্মীয়ের সঙ্গে সম্পত্তির ব্যাপারে বিবাদ । কর্ম স্থানে কোনও বিবাদ নিয়ে চিন্তা । সামাজিক সুনাম আসতে পারে । ব্যবসার ব্যাপারে ভাল যোগাযোগ। বাড়তি খরচের জন্য চিন্তা। মাথার যন্ত্রণা বাড়তে পারে । 

মীন (Pisces)
সন্তানের জন্য সম্মান লাভ ।  গোপন কোনও রোগ বাড়তে পারে । ব্যবসার দিকে খরচের জন্য চাপ বৃদ্ধি। ঋণ থেকে মুক্তির সুযোগ । কাজের দিকে কোনও ভুল হওয়ার সম্ভাবনা। শত্রু থেকে একটু সাবধান। উচ্চ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ । কোনও আশা নষ্ট হতে পারে । সম্পতির ব্যাপারে চিন্তা বৃদ্ধি । মহিলাদের থেকে সাহায্ । পেটের কোনও সমস্যা বাড়তে পারে। বাড়তি কিছু খরচ আজ হতে পারে । 

Advertisement

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। আজতক বাংলা এটি নিশ্চিত করে না।)

Read more!
Advertisement
Advertisement