Advertisement

February Lucky Zodiacs: চাকরিতে পদোন্নতি, সঙ্গে বেতন বৃদ্ধি, ফেব্রুয়ারিতে ৫ রাশির 'সোনায় সোহাগা'

আর তিনদিনই পরই ২০২৬ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। এই মাসটি গ্রহ-নক্ষত্রের চাল বদলের কারণে বিশেষ হতে চলেছে। এই মাসে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল শনির রাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছে। রাহু এই রাশিতে প্রথম থেকেই বসে রয়েছে।

ফেব্রুয়ারির লাকি রাশিফেব্রুয়ারির লাকি রাশি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 4:30 PM IST
  • আর তিনদিনই পরই ২০২৬ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হতে চলেছে।

আর তিনদিনই পরই ২০২৬ সালের দ্বিতীয় মাস ফেব্রুয়ারি শুরু হতে চলেছে। এই মাসটি গ্রহ-নক্ষত্রের চাল বদলের কারণে বিশেষ হতে চলেছে। এই মাসে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গল শনির রাশি কুম্ভতে প্রবেশ করতে চলেছে। রাহু এই রাশিতে প্রথম থেকেই বসে রয়েছে। গ্রহের এই চাল বদল ফেব্রুয়ারিতে পাঁচ রাশির হাতে অঢেল টাকা দেবে। জ্যোতিষ গণনা অনুসারে, ফেব্রুয়ারিতে ৫ রাশির কেরিয়ার, ব্যবসা, অর্থ ও স্বাস্থ্য মামলায় ভাল পরিণাম পেতে পারেন। আসুন জেনে নিই সেই ৫ রাশি কারা। 

মেষ রাশি
মেষ রাশির জাতকদের আয় বাড়তে পারে উপার্জনের কিছু নতুন রাস্তা খুলতে পারে। আমদানির কিছু অংশ সঞ্চয় ও বিনিয়োগের দিকে যেতে পারে। চাকরিতে পদোন্নতির বড় সুযোগ আসবে। আর্থিক চাপ কমবে। বাড়ির পরিবেশ ভাল থাকবে।

বৃষ রাশি
ফেব্রুয়ারিতে ব্যবসার লাভ বাড়বে। ঘর, বাড়ি কিংবা কোনও স্থায়ী সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হবে। কেরিয়ারে কিছু ভাল বদল দেখতে পাবেন। কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। সমাজে এক নতুন ও আলাদা পরিচয় তৈরি করতে সফল হবেন। যারা দীর্ঘ সময় ধরে অপযশ বা বদনামীর মুখোমুখি হচ্ছিলেন, তারা স্বস্তি পাবেন। সরকারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত লোকেদের জন্য এই মাসটি বেশি শুভ হবে। 

মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য তাদের ভাগ্য মজবুত হতে চলেছে। ভাগ্যের জোরে আপনার অনেক কাজ সম্পন্ন হবে। আটকে থাকা কাজে গতি আসার প্রবল সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটি খুব ভাল। যারা নতুন দোকান বা নতুন কারখানা শুরু করার কথা ভাবছেন, তাদের জন্য শুভ। মাসের শেষে ধার্মিক কার্যক্রম বা মাঙ্গলিক আয়োজনে সামিল হওয়ার সুযোগ পাবেন। 

তুলা রাশি
এই মাসে হঠাৎ করে আুনি উন্নতি ও পদোন্নতির দিকে এগোবেন। চাকুরীজীবিরা প্রমোশন পেতে পারেন অথবা উঁচু পদ পেতে পারেন। কর্মস্থানে উচ্চ আধিকারিকদের থেকে ভরপুর সহযোগিতা আপনি পাবেন। আত্মবিশ্বাস বাড়বে, এতে কেরিয়ারে উন্নতির রাস্তা খুলে যাবে। স্বাস্থ্য নিয়ে যারা চিন্তিত ছিলেন, তারা স্বস্তি পাবেন।

Advertisement

ধনু রাশি
ফেব্রুয়ারি আপনার জন্য সহজেই আর্থিক লাভ বয়ে আনবে। আপনা আয়ের উৎস বৃদ্ধি পাবে। পুরনো বিনিয়োগ থেকে ভাল লাভ পাবেন। ভবিষ্যতের পরিকল্পনার দিকে মনোযোগ যাবেন। ফেব্রুয়ারিতে আপনার অভিজ্ঞ ব্যক্তির সাহায্যে একটি নতুন উদ্যোগ শুরু করার সুযোগ থাকতে পারে।
যারা চাকরি বা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কিছু ভাল খবর পেতে পারেন। 

Read more!
Advertisement
Advertisement