Advertisement

Most Transparent Zodiacs: সবচেয়ে ঠোঁটকাটা ৪ রাশি, যা মনে তা-ই সাফ বলে দেন

জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির স্বভাব আলাদা। কেউ খুব সংযত, কথা বলার আগে দশবার ভাবেন। আবার কেউ এমনও আছেন, যাঁদের মুখে যা আসে, তাই বেরিয়ে যায়; পরিস্থিতি, সম্পর্ক বা ফলাফল নিয়ে বিশেষ ভাবনাচিন্তা না করেই। এদেরই সাধারণ ভাষায় বলা হয় 'ঠোঁটকাটা'।

এই রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় পরামর্শ; সত্য বলুন, কিন্তু শব্দ বেছে নিয়ে।এই রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় পরামর্শ; সত্য বলুন, কিন্তু শব্দ বেছে নিয়ে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Jan 2026,
  • अपडेटेड 9:05 PM IST
  • জ্যোতিষশাস্ত্রে প্রতিটি রাশির স্বভাব আলাদা।
  • কেউ খুব সংযত, কথা বলার আগে দশবার ভাবেন।
  • কেউ এমনও আছেন, যাঁদের মুখে যা আসে, তাই বেরিয়ে যায়; পরিস্থিতি, সম্পর্ক বা ফলাফল নিয়ে বিশেষ ভাবনাচিন্তা না করেই।

Most Straightforward Zodiac Signs: প্রতিটি রাশির স্বভাব আলাদা। কেউ খুব সংযত, কথা বলার আগে দশবার ভাবেন। আবার কেউ এমনও আছেন, যাঁদের মুখে যা আসে, তাই বেরিয়ে যায়; পরিস্থিতি, সম্পর্ক বা ফলাফল নিয়ে বিশেষ ভাবনাচিন্তা না করেই। এদেরই সাধারণ ভাষায় বলা হয় 'ঠোঁটকাটা'। এরা সত্য লুকোতে জানেন না, কূটনৈতিক ভাষাও তাঁদের খুব একটা পছন্দ নয়। জ্যোতিষ মতে, চারটি রাশির মানুষের মধ্যে এই সোজাসাপটা, স্পষ্টভাষী স্বভাব সবচেয়ে বেশি দেখা যায়। জ্যোতিষ বিশ্লেষকদের মতে, ঠোঁটকাটা হওয়া সব সময় নেতিবাচক নয়। বরং এই চার রাশির মানুষেরা বাস্তববাদী, সাহসী এবং স্পষ্ট মানসিকতার পরিচয় দেন। তবে পরিস্থিতি বুঝে কথা বলার অভ্যাস না থাকলে ব্যক্তিগত ও পেশাগত জীবনে জটিলতা বাড়তে পারে। তাই এই রাশির জাতকদের জন্য সবচেয়ে বড় পরামর্শ; সত্য বলুন, কিন্তু শব্দ বেছে নিয়ে।

মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা আগুনের রাশি। এদের স্বভাবই হল তীব্র, সরাসরি ও আত্মবিশ্বাসী। মনের ভিতর যা চলছে, তা চেপে রাখার ধৈর্য তাঁদের নেই। কোনও বিষয়ে আপত্তি থাকলে মুখের উপরই বলে দেন। ফলে অনেক সময়ই মেষ রাশির মানুষকে ঠোঁটকাটা মনে হয়। তবে তাঁদের এই স্পষ্টবাদিতার পিছনে কোনও খারাপ উদ্দেশ্য থাকে না। বরং মিথ্যা বা ভনিতা একেবারেই অপছন্দ করেন। কর্মক্ষেত্রে এই গুণ তাঁদের সাহসী ও নেতৃত্বগুণসম্পন্ন করে তোলে, যদিও ব্যক্তিগত সম্পর্কে মাঝেমধ্যে সমস্যা তৈরি করতে পারে।

মিথুন রাশি
মিথুন রাশি বুদ্ধি ও কথার রাশি। এদের সবচেয়ে বড় শক্তিই হল কথা বলার ক্ষমতা। কিন্তু সেই কথার উপর নিয়ন্ত্রণ সব সময় থাকে না। মিথুন রাশির মানুষ খুব দ্রুত প্রতিক্রিয়া দেন এবং অনেক সময়েই না ভেবেই মন্তব্য করে বসেন। ঠোঁটকাটা হওয়ার পাশাপাশি এরা তীক্ষ্ণ রসবোধের অধিকারী। এক লাইনের কথাতেই সামনে থাকা মানুষকে ঘায়েল করে দিতে পারেন। বন্ধুমহলে এরা আকর্ষণের কেন্দ্র হলেও সংবেদনশীল মানুষের কাছে তাঁদের কথা কড়া শোনাতে পারে।

Advertisement

সিংহ রাশি
সিংহ রাশির জাতকরা আত্মসম্মান ও অহংকারে ভরপুর। নিজের মতামত প্রকাশ করতে এরা একটুও দ্বিধা করেন না। কেউ ভুল বললে বা অন্যায় করলে, সিংহ রাশির মানুষ চুপ করে থাকবেন; এমনটা ভাবাই ভুল। খুব স্পষ্ট ভাষায় নিজের অবস্থান জানান। ফলে তাঁদের অনেক সময় অহংকারী বা ঠোঁটকাটা বলে দাগিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবে সিংহ রাশির মানুষ সত্য ও ন্যায়ের পক্ষেই কথা বলেন। নেতৃত্বের জায়গায় তাঁদের এই গুণ কার্যকর হলেও সম্পর্কের ক্ষেত্রে সংযম প্রয়োজন।

ধনু রাশি
ধনু রাশি স্বাধীনচেতা ও সত্যবাদী। এরা বিশ্বাস করেন, সত্য বলাই সবচেয়ে বড় ধর্ম। সেই সত্য যদি কারও মনেও আঘাত করে, তবু ধনু রাশির মানুষ পিছপা হন না। মুখে কোনও ফিল্টার না থাকা এই রাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। ঠোঁটকাটা হলেও এদের কথায় এক ধরনের সরলতা থাকে। কোনও কৌশল বা স্বার্থ লুকিয়ে থাকে না। বন্ধুত্বে এরা খুব নির্ভরযোগ্য, কারণ পেছনে কথা বলা এদের স্বভাবে নেই।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Read more!
Advertisement
Advertisement